অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মামলায় নয়া মোড়। আবারও একবার মাদককাণ্ডে কিং খান পুত্রকে ক্লিনচিট দিল সিট।
মাদক কাণ্ডে সিট প্রধান এবং এনসিবি ডিডিজি সঞ্জয় সিং জানান, আরিয়ান খানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই তা বলার অপেক্ষা রাখে না। তদন্ত এখনও চলছে, একাধিক বিবৃতি রেকর্ড করা হয়েছে। এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি। সেইসঙ্গে সিট আরও জানিয়েছে, কর্ডেলিয়ায় এনসিবির তদন্তে বেশ কিছু ফাঁক রয়ে গিয়েছে। সিটের তদন্তকারীরা বলেছেন, আরিয়ানের ফোন জমা নেওয়ার কোনও প্রয়োজন ছিল না। তাঁর চ্যাট পড়ারও কোনও প্রয়োজন ছিল না। আরিয়ানের নাকি মাদকের সঙ্গে কোনও সম্পর্কই নেই। তাঁরা জানিয়েছেন, যে সব চ্যাট রয়েছে তা থেকে আরিয়ানের মাদক মামলায় জড়িত থাকার কোনও প্রমাণই নাকি পাওয়া যায়নি।
![NCB: Investigating agency admits allegations of corruption against 16 officers](https://kolkata24x7.in/wp-content/uploads/2021/12/ncb.jpg)
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান খানকে জেরা করল নার্কোটিক্স কনট্রোল ব্যুরো। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক পাচার করার অভিযোগও ওঠে। আরিয়ানের রোজনামচা জীবনে হঠাতই যেন ভাঁটা পড়ে যায়। থাকতে হয় আর্থার জেলে। আর কয়েকজন কয়েদির মতোই প্রায় ১ মাস জেলের জীবন কাটাতে হয়।