কলকাতা: ফের কলঙ্কিত কলকাতা৷ ধর্ষণ করা হল সাত মাসের এক শিশুকন্যাকে৷ বড়তলায় ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। আগামী তাঁর সাজা ঘোষণা করবেন বিচারক।
গত বছর ৩০ নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি৷ তাঁদের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বড়তলা থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ জানান ফুটপাথনিবাসী এক দম্পতি। পরে অবশ্য ওই ফুটপাথেই খোঁজ মেলে শিশুটির৷ গত ৪ ডিসেম্বর ঝাড়গ্রামে ধরা পরে অভিযুক্ত যুবক৷ রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে চিহ্নিত করা হয়। এই ঘটনার ২৬ দিনের মাথায় আদালতে ১৩ পাতার চার্জশিট দেয় পুলিশ। সোমবার ওই যুবককে দোষী সাব্যস্ত করল আদালত।
জানা গিয়েছে, ওই যুবকের নাম রাজীব ঘোষ। বয়স ৩৪। বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়। তিনিই ওই পথশিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন৷ নির্যাতিত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর। শিশুটির যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে৷ ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলেও প্রাথমিক তদন্তের জানিয়েছে পুলিশ।
বড়তলার ফুটপাথ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়৷ যেখানে শিশুটি পরেছিল, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই ফুটপাথে থাকে তার বাবা-মা৷ ঘটনার দিন শিশুটিকে রেখেই তাঁরা কোনও একটি জায়গায় গিয়েছিল৷ সেই ফাঁকেই শিশুটিকে অপহরণ করে রাজীব৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইনের (পকসো) ৬ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। ব্যাঙ্কশাল আদালতের বিশেষ পকসো কোর্টে শুরু হয় মামলার বিচার। একাধিক ব্যক্তির সাক্ষ্যগ্রহণের পর সোমবার রাজীবকে দোষী সাব্যস্ত করে ব্যাঙ্কশাল আদালত৷ আগামীকাল দুপুরে শাস্তি ঘোষণা করবেন বিচারক।