কমল পারদ! বৃষ্টি দিয়েই বিদায়ের পথে শীত, বড় আপডেট হাওয়া অফিসের

কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও শীত৷ রাত্রিবেলায় ও ভোরের দিকে হালকা শীত অনুভূত হলেও, দিনের বেলায় বেশ গরম ভাব৷ এরই মধ্যে এল বৃষ্টির ভ্রুকূটি৷ ১৯…

rain and hail alert in south bengal

কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও শীত৷ রাত্রিবেলায় ও ভোরের দিকে হালকা শীত অনুভূত হলেও, দিনের বেলায় বেশ গরম ভাব৷ এরই মধ্যে এল বৃষ্টির ভ্রুকূটি৷ ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামবে বৃষ্টি৷ চলবে ২০ তারিখে বৃহস্পতিবার পর্যন্ত। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ যার নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্ত৷

এরই মাঝে ফের তাপমাত্রা কমেছে শুক্রবার রাত থেকে। তার জেরে ফের হাল্কা ঠান্ডা ভাব মালুম হচ্ছে। তবে বেশি দিন৷ শীঘ্রই তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপরের দু’দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়বে। আগামী দু’দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপরের দু’দিনে উত্তরেও সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে।

   

মঙ্গলবার থেকেই জেলায় জেলায় দেখা যাবে আংশিক মেঘলা আকাশ। ১৯ ফেব্রুয়ারি, বুধবার থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি। ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ গাঙ্গেয় এবং পশ্চিমের জেলায় বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ 

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় বৃষ্টি দিয়েই বিদায় নেবে শীত। মঙ্গলবারই খুব সম্ভবত এই মরশুমের শেষ শীতের আমেজ উপভোগ করবে দক্ষিণবঙ্গের মানুষ। বুধ এবং বৃস্পতিবার বৃষ্টি শেষে শুক্র- শনিবার থেকে তাপমাত্রার স্থায়ী উত্থান শুরু হবে৷