মধুমিতার জীবনে নতুন প্রেমের উচ্ছ্বাস! ৫ মাসে কী বদলেছে?

অতীতের সকল তিক্ত স্মৃতি ভুলে, বাংলা ফিল্ম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবার নতুন প্রেমে বাঁচছেন। ২০২৪ সালের পুজোর সময়ে প্রেমিক দেবমাল্যর (Debmalya) সঙ্গে…

madhumita-sarcar-relationship-with-debmalya-5-months-insights

অতীতের সকল তিক্ত স্মৃতি ভুলে, বাংলা ফিল্ম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবার নতুন প্রেমে বাঁচছেন। ২০২৪ সালের পুজোর সময়ে প্রেমিক দেবমাল্যর (Debmalya) সঙ্গে নতুন সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি। সম্পর্কের পাঁচ মাস ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। তবে সম্পর্কের প্রথম পাঁচ মাসে কী কিছু শিখলেন মধুমিতা? চলুন জানা যাক।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুমিতা (Madhumita Sarcar) তার নতুন সম্পর্কের অনুভূতি ব্যক্ত করেছেন। অভিনেত্রী বলেন, “এই পাঁচ মাসে জীবন অনেকটা বদলেছে। প্রতি দিন ঝগড়া, আবার ছোটখাটো কারণে হাসাহাসি, এসব মিশে গিয়েছে। জীবনে কখনো একঘেয়েমি আসেনি। এমন সম্পর্ক চাই না, যে থেমে যাবে।” মধুমিতা আরও জানান, “আমি কৃতজ্ঞ, আমরা একসঙ্গে অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি। আর আমি অপেক্ষা করছি আরও নতুন স্মৃতি তৈরি করার জন্য।”

তবে মধুমিতার (Madhumita Sarcar) ব্যক্তিগত জীবন একেবারে সহজ ছিল না। তাঁর প্রথম বিয়ে ছিল সহকর্মী সৌরভ চক্রবর্তীর সঙ্গে। একটি সিরিয়াল শুটিংয়ের সেটে আলাপ থেকে শুরু হয়েছিল দুজনের। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। তবে ২০১৯ সালে তাঁরা নিজেদের বৈবাহিক জীবন শেষ করে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন।

Advertisements

এরপরে, মধুমিতা (Madhumita Sarcar) সিঙ্গল ছিলেন এবং দীর্ঘ সময় ধরে নিজের জন্য কিছুটা সময় নিয়েছিলেন। এই সিঙ্গল হুড তাঁকে নতুনভাবে নিজের জীবনকে দেখার সুযোগ দেয়। তবে ২০২৪ সালে প্রেমিক দেবমাল্যর সঙ্গে তাঁর সম্পর্ক নতুন এক দিগন্তের শুরু করে। তবে তাঁদের পরিচয় অনেক আগেই হয়েছিল। দেবমাল্য ছিলেন মধুমিতার ছোটবেলার বন্ধু। পেশায় ইঞ্জিনিয়ার, একসময়ের সেই বন্ধু বর্তমানে মধুমিতার জীবনের বিশেষ মানুষ হয়ে উঠেছে।