সাতপাকে বাঁধা পড়ে ঠোঁটে চুমু, বাঙালি কনের প্রেমে মগ্ন প্রতীক বব্বর

ভ্যালেন্টাইনস ডে-তে আবারও বিয়ের সানাই বেজে উঠলো বব্বর পরিবারে। রাজ বব্বরের পুত্র প্রতীক বব্বর (Prateik Babbar) জীবনের নতুন সঙ্গী হিসেবে বাঙালি অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়কে (Priya…

prateik-babbar-married-long-time-girlfriend-priya-banerjee

ভ্যালেন্টাইনস ডে-তে আবারও বিয়ের সানাই বেজে উঠলো বব্বর পরিবারে। রাজ বব্বরের পুত্র প্রতীক বব্বর (Prateik Babbar) জীবনের নতুন সঙ্গী হিসেবে বাঙালি অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়কে (Priya Banerjee) বিয়ে করেছেন। প্রতীক তার মাকে স্মরণ করে এই বিশেষ দিনটিতে বাঙালি রীতিতে গাঁটছড়া বাঁধলেন। বান্দ্রায় তার নিজের বাড়িতেই হয়েছিল এই ঘরোয়া অনুষ্ঠান। সাদামাটা পরিবেশে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। 

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Priya Banerjee (@priyabanerjee)

   

প্রিয়া (Priya Banerjee) ও প্রতীক (Prateik Babbar) প্রথম নিজেদের সম্পর্কের কথা ২০২৩ সালের ভ্যালেন্টাইন ডে-তে প্রকাশ্যে এনেছিলেন। আর আজ, এক বছর পরে, তারা প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হয়ে গেলেন। তাঁদের বিয়ে ছিল একটি সাদাসিধে কিন্তু অত্যন্ত রোমান্টিক অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে দুজনেই প্যাস্টেল রঙের থিমে সাজছিলেন। প্রিয়া আইভরি রঙের লেহেঙ্গা পরেছিলেন। অন্যদিকে প্রতীক পরেছিলেন শেরওয়ানি।

তাঁদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশিত হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে দুজনেই একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাচ্ছেন। প্রিয়া পোস্টে লিখেছেন, “আমি আমার প্রতিটা জীবনেই তোমাকে বিয়ে করতে চাই।” তবে এই বিয়ে নিয়ে তীব্র আলোচনা চলছে। বিশেষত প্রতীক ও তার পরিবারের সম্পর্ক নিয়ে।

প্রতীকের (Prateik Babbar) বিয়ের অনুষ্ঠানে তার বাবা রাজ বব্বর, ভাই আর্য বব্বর এবং বোন জুহি বব্বর উপস্থিত ছিলেন না, যার কারণে এই বিয়ে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। আর্য বব্বর সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, প্রতীক নাকি তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের এই বিয়েতে আমন্ত্রণ জানাননি। তিনি বলেন, “প্রতীককে অন্য কেউ মগজধোলাই করেছে, যার ফলে তার এবং আমাদের মধ্যে সম্পর্কের দূরত্ব বেড়েছে।” তবে, প্রতীক এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

Advertisements

প্রতীকের (Prateik Babbar) বিয়ের পর ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবনে একাধিক চড়াই-উতরাই এসেছে, তাও সত্যি। ২০১৯ সালে, তিনি সনায়া সাগরের সঙ্গে বিয়ে করেছিলেন। । তবে ২০২৩ সালের জানুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এক মাস পর, প্রতীক তার নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এবং প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সবাইকে জানান।