কলকাতা লিগ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাগানের এই প্রাক্তন তারকা

গত বছর থেকেই কলকাতা লিগ (Calcutta Football League) নিয়ে টালমাটাল পরিস্থিতি কলকাতা ময়দানে‌। মরসুমের শুরুতে সব কিছু ঠিকঠাক থাকলে ও সময়ের সাথে সাথেই বদলাতে থাকে…

Bengali footballer Prabir Das post is buzzing on social media

গত বছর থেকেই কলকাতা লিগ (Calcutta Football League) নিয়ে টালমাটাল পরিস্থিতি কলকাতা ময়দানে‌। মরসুমের শুরুতে সব কিছু ঠিকঠাক থাকলে ও সময়ের সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। বিশেষ করে সুপার সিক্সের ম্যাচ আয়োজন তথা লিগ নির্ধারণ সংক্রান্ত ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে দেখা দেয় যাবতীয় সমস্যা‌। আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এই ঘরোয়া লিগ শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত করা যেন কোনওভাবেই সম্ভব হয়ে উঠছিল না ফেডারেশনের তরফে। আসলে সেই একই সময় অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ থাকায় সিএফএলের ম্যাচ খেলা কঠিন হয়ে উঠেছিল বেশকিছু দলের পক্ষে।

   

এমন পরিস্থিতিতে ম্যাচ পিছিয়ে দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না আইএফএ-এর কাছে। তবে বহু অপেক্ষার পর গত মাসের মাঝামাঝি সময় কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচ গুলির সূচি প্রকাশ করেছিল ফেডারেশন। সেই অনুযায়ী গত ১৩ ই ফেব্রুয়ারি দুপুরে কলকাতা লিগের বিজয়ী নির্ধারক ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামার কথা ছিল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসির। কিন্তু এই ম্যাচ খেলা নিয়ে ও দেখা দিয়েছিল ব্যাপক অনিশ্চয়তা। আসলে এই ম্যাচের পরেই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আইলিগের ম্যাচ রয়েছে এই ফুটবল ক্লাবের।

স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কলকাতা লিগের ম্যাচ খেলা যে সম্ভব নয় সেই কথা নাকি আগেই জানানো হয়েছিল ডায়মন্ড হারবারের তরফে‌। যারফলে বৃহস্পতিবার মাঠে আসেনি এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই নির্ধারিত ম্যাচের সময়ের থেকে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন কমিশনারেট। তাই নিয়ম অনুযায়ী অনেকেই মনে করেছিল যে এবার হয়তো ওয়াক ওভার পেতে চলেছে ইস্টবেঙ্গল। যদিও সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে কলকাতা ফুটবল লিগের এমন পরিস্থিতি নিয়ে হতাশ অনেকেই।

এবার তুই গোটা বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগড়ে দেন মোহনবাগানের প্রাক্তন তারকা প্রবীর দাস। তিনি বলেন, ” ওয়েস্ট বেঙ্গলে যত ফুটবলার রয়েছে সকলের স্বপ্ন থাকে বড় দলে খেলার। মাঠের লড়াই নব্বই মিনিট মাঠেই থাকে‌। কিন্তু এই কলকাতা লিগ নিয়ে সবাই স্বপ্ন কি করে দেখবে? আজ নাকি ফাইনাল ছিল। কিন্তু ফাইনালটা তো হলোই না। এই বার্তাটা আসলো যে ওয়েস্ট বেঙ্গলে যে কলকাতা লিগটা হত সেটা হলোই না। কিসের জন্য হলনা। যারা আছে কি করছো তোমরা। বলতে গেলে তোমাদের জন্য বাংলার প্রতিভা হারিয়ে যাচ্ছে।”

সেইসাথে বাংলার ফুটবলারদের প্রতিভা যে ইন্ডিয়ান সুপার লিগের প্রতিভার থেকে কোনও অংশে কম না সেই কথা ও বলেন মোহনবাগানে খেলে যাওয়া এই প্রাক্তন ফুটবলার। যা নিঃসন্দেহে মন জয় করেছে বহু ফুটবলপ্রেমীদের।