শিল্ড নিশ্চিত করতে যথেষ্ট সাবধানী জোসে মোলিনা‌

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে গত বছর শেষ করেছিল কলকাতা…

Mohun Bagan Coach Jose Francisco Molina

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে গত বছর শেষ করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। সেখান থেকেই নতুন বছর শুরু করে মোহনবাগান। অনায়াসেই তাঁরা পরাজিত করে শামিল চেম্বাকাথের হায়দরাবাদ এফসিকে। তারপর সেই ধারা বজায় রেখেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করে শুভাশিস বসুর মোহনবাগান। মাঝে দুইটি ম্যাচে আশানূরূপ পারফরম্যান্স না থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে‌ খুব একটা সমস্যা হয়নি এই ফুটবল দলের।

   

সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে জয়ের সরণিতে ফেরে মেরিনার্সরা। তারপর থেকেই একের পর এক ম্যাচে জয়। গত ম্যাচে ও প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসিকে তিনটি গোলের ব্যবধানে পরাজিত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য দিমিত্রি পেত্রাতোসদের। সেই অনুযায়ী আগামী ১৫ই ফেব্রুয়ারি শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। মূলত অ্যাওয়ে ম্যাচ থাকলেও তিনটি পয়েন্ট নিশ্চিত করেই কোচি থেকে ফেরার লক্ষ্য থাকবে বাগানের।

এক্ষেত্রে প্রতিপক্ষ দলের তারকা ফুটবলার নোয়া সাদাউ চোটের কারণে বাইরে থাকায় অতিরিক্ত অ্যাডভান্টেজ পাবে টম অলড্রেডরা। এই ম্যাচে জয় আসলে আইএসএলের লিগ শিল্ড জয়ের থেকে মাত্র একটি ম্যাচ দূরে থাকবে গতবারের শিল্ড জয়ীরা। তবে এই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ জোসে মোলিনা‌। এই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ” আমাদের এখন প্রথম কাজ কেরালাকে হারানো। আপাতত এই ম্যাচ নিয়েই ভাবছি। কোচি থেকে তিনটি পয়েন্ট নিয়ে ফিরতে চাই। তাহলে আরেক পা এগোব। তারপর ঘরের মাঠে আরেক পা এগোন বাকি থাকবে‌।

আর ও বলেন, ” আমাদের দলের সকল ফুটবলারদের বলেছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও মতেই ম্যাচগুলি কে হালকা ভাবে নেওয়া যাবে না। দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। টানা দুইবার এই খেতাব জেতা মোটে ও সহজ কথা নয়। আমরা রেকর্ড তৈরি সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। পরের ম্যাচ গুলি জিতে সেটাই করতে চাই।”