কলকাতা: সোশাল মিডিয়ায় পরিচয় বিভ্রান্তি! নামের পাশ থেকে উধাও হল তৃণমূল কংগ্রেসের নাম৷ ‘অফিশিয়াল ফেসবুক পেজ’-এর ‘বায়ো’ থেকে দলের নাম উধাও হতেই বড়সড় পদক্ষেপ নিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তথ্যবিকৃতির অভিযোগ আনলেন মেটার বিরুদ্ধে৷
দু’দিন আগেই এই বিষয়টি সামনে আসে। অভিষেকের ‘অফিশিয়াল ফেসবুক পেজে দেখা যায় সেখানে শুধুই লেখা রয়েছে সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়। শুভানুধ্যায়ীরা এই বিষয়টি অভিষেককে জানান৷ এর পরেই কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠান তৃণমূল সাংসদের আইনজীবী। ফেসবুক সংস্থা মেটাকে আইনি নোটিস পাঠিয়ে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তৃণমূলের অন্দরের বর্তমান সমীকরণের নিরিখে অভিষেকের ফেসবুক পেজ থেকে তাঁর দলের নাম উধাও হয়ে যাওয়াটা নিশ্চিতভাবেই ‘তাৎপর্যপূর্ণ’ হয়ে উঠেছিল। তবে ‘এক্স’ হ্যান্ডলে এই ধরনের কোনও বদল চোখে না পরায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়৷ মেটাকে আইনি নোটিশ পাঠানোর পরেই বৃহস্পতিবার অভিষেকের অফিশিয়াল ফেসবুক পেজে আবার আগের তথ্য ফিরিয়ে দেওয়া হয়৷
অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু মেটাকে নোটিস পাঠিয়ে জানান, ডায়মন্ড হারবারের সাংসদের ফেসবুক পেজে তথ্য বদলে দেওয়া হয়েছে। ফেসবুক পেজে ‘অবাঞ্ছিত গতিবিধি’ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷
অভিষেকের আইনজীবীর অভিযোগ, কেউ বা কারা অবাঞ্ছিতভাবে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য বদল করে দেওয়া হয়েছে। সাংসদের সোশ্যাল মিডিয়ায় আড়ি পাতা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফেসবুকই অবাঞ্ছিত কাউকে অভিষেকের অফিশিয়াল পেজটি সম্পাদনা করার অনুমতি দিয়েছে বলেও অভিযোগ করা হয়৷ সেই কারণেই এই বিভ্রাট এবং এই সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন জানানো হয়৷