চাকরি ফেরত মামলা খারিজ তৃণমূল বিধায়কের মেয়ে অঙ্কিতার

হাইকোর্টে আগেই খারিজ হয়ে গেছিলো মামলা, এবার খোদ সুপ্রিম কোর্ট ও বাতিল করলো অঙ্কিতা অধিকারীর চাকরি ফেরত মামলা। অঙ্কিতা অধিকারী প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর…

হাইকোর্টে আগেই খারিজ হয়ে গেছিলো মামলা, এবার খোদ সুপ্রিম কোর্ট ও বাতিল করলো অঙ্কিতা অধিকারীর চাকরি ফেরত মামলা। অঙ্কিতা অধিকারী প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। হাই কোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি চলে যায় অঙ্কিতার। বিচারপতি সাফ জানিয়ে দিয়েছিলেন অঙ্কিতার নিয়োগ সন্দেহজনক, শুধুমাত্র বাবার সুপারিশেই চাকরি পেয়েছেন তিনি। এমনকি তিনি এখনো পর্যন্ত যত বেতন পেয়েছেন তার পুরোটাই হাইকোর্ট রেজিস্টার জেনারেল কে দিতে আদেশ দেন বিচারপতি।

হাইকোর্টের এই রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অঙ্কিতা অধিকারী। মাত্র ৪৩ মাস তিনি চাকরি পেয়েছেন তার মধ্যেই এমন রায়। সি বিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠায় অঙ্কিতা এবং মেখলিগঞ্জ বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। এবার সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল চাকরি ফেরতের আর্জি। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে জানায় তার নিয়োগে যথেষ্ট সন্দেহ আছে।

   

বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে চাপানউতোর চলছে। গ্রেপ্তার হয়েছে একাধিক মাথা, এমনকি রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীও জড়িয়েছেন ইডি র জালে। নিয়োগ দুর্নীতিতে হাইকোর্ট গত ১০ বছরে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকের বিশ্বাসযোগ্যতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাতিল হয়েছে বহু শিক্ষকের চাকরি এমনকি ফেরত দিতে হয়েছে প্রাপ্ত বেতন ও। এই দুর্নীতিতে নাম জড়িয়েছিল অঙ্কিতা অধিকারীর। অভিযোগ ছিল যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র বাবার সুপারিশেই তাকে কোচবিহারের ওই স্কুলে নিয়োগ করা হয়েছিল। ২০২২ সালের ২৮ ই জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল থেকে বহিস্কার করা হয়। অঙ্কিতা অধিকারীর এই সন্দেহ জনক নিয়োগে যদি প্রাক্তন প্রতিমন্ত্রী যুক্ত থাকেন তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দল সেটাই দেখার