প্রতিপক্ষের খোঁচা দেওয়া টিফোই বদলে দিল রিয়ালের খেলা

কীভাবে ম্যাচে ফিরে আসতে হয় সেটা যেন বারংবার প্রমাণ করে আসছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সূচি অনুসারে বুধবার ইতিহাদ স্টেডিয়াম চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচ…

Real Madrid Shocks Manchester City

কীভাবে ম্যাচে ফিরে আসতে হয় সেটা যেন বারংবার প্রমাণ করে আসছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। সূচি অনুসারে বুধবার ইতিহাদ স্টেডিয়াম চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচ খেলতে নেমেছিল কার্লো আনচেলত্তির ছেলেরা। যেখানে লড়াই করতে হয়েছিল শক্তিশালী ম্যানচেস্টার সিটির সঙ্গে। রেকর্ড অনুযায়ী দেখলে নির্ধারিত সময়ের মধ্যে এই স্টেডিয়ামে আগে হয়তো কখনোই ম্যানসিটিকে হারাতে পারেনি লুকা মদ্রিচরা। কিন্তু এবার বদলে গেল সমস্ত পরিসংখ্যান। এবার অনায়াসেই পেপ গার্দিওলার ছেলেদের ধরাশায়ী করেদিল রিয়াল মাদ্রিদ।

সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে চলে আসলো জয়। তবে শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না রিয়ালের জন্য। প্রথম কোয়ার্টারের শেষে অনায়াসেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন আরলিং হালান্ড। তারপর থেকে ক্রমাগত ম্যাচে আধিপত্য বিস্তার করতে বদ্ধপরিকর ছিল বার্নার্ডো সিলভা থেকে শুরু করে কেভিন ডেব্রুইনরা। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি রিয়াল। বেশ কয়েকবার সক্রিয়তা দেখিয়ে দলকে সহজে সমতায় ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করে ও কিছুতেই সেগুলি কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে।

   

স্বাভাবিকভাবেই প্রথমার্ধের শেষে সেই একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকে ম্যানসিটি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে বয়স বাড়ার সাথে সাথেই আরও সক্রিয় হয়ে উঠতে শুরু করে রিয়াল মাদ্রিদ। তারপর চলে আসে সেই বহু প্রতীক্ষিত গোল। চতুর্থ কোয়ার্টারের শেষে দলকে সমতায় ফেরান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তারপর বেশ কিছুক্ষণ হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই দলের মধ্যে। কিন্তু ৮০ মিনিটের মাথায় রেফারির বিতর্কিত সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। পেনাল্টি থেকে গোল করে ফের দলকে এগিয়ে দেন হালান্ড। তবে সহজে হার মানতে রাজি ছিল না ভিনিসিয়াস জুনিয়ররা। সেই গোলের কিছু সময়ের ব্যবধানেই গোল করে যান ব্রাহিম দিয়াজ।

ফের সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে সবাই অমীমাংসিত ফলাফলের কথা ভাবতে শুরু করলে সমস্ত কিছু ভুল প্রমাণ করে যান জুড বেলিংহ্যাম। বলাবাহুল্য, অতিরিক্ত সময়ের মধ্যে ভিনির অ্যাসিস্ট থেকে তাঁর করা গোলেই জয় সুনিশ্চিত করে ফেলে আনচেলত্তির দল। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে‌। এক্ষেত্রে হয়তো রিয়ালকে বাড়তি আগ্ৰাসী করেছিল প্রতিপক্ষ দলের সমর্থকদের টিফো‌। আসলে এদিন ম্যাচ শুরু হওয়ার আগে একটি গ্যালারি থেকে বিশেষ টিফো নামিয়েছিলেন ম্যানসিটি সমর্থকরা।

যেখানে রদ্রিগোকে ব্যালন ডি’আরে চুমু দিতে দেখা যায়। সেই সাথে লেখা ” তোমাদের কান্না এবার থামাও।” এমন টিফো রিয়াল ফুটবলারদের উস্কে দেওয়ার জন্য যে যথেষ্ট সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হয়তো তাঁরই প্রভাব পড়েছে ম্যাচের মধ্যে।