পাতা ফাঁদে ধরা দিলো মৈপীঠের আতঙ্ক

ভোর রাতে খাঁচায় ধরা পড়লো মৈপীঠের রয়্যাল বেঙ্গল টাইগার টি। আপাতত সেটিকে উদ্ধার করে শারীরিক অবস্থার পরীক্ষা করা হচ্ছে। ছাগলের টোপ দিয়েই ধরা হয়েছে বাঘটিকে।…

পাতা ফাঁদে ধরা দিলো মৈপীঠের আতঙ্ক

ভোর রাতে খাঁচায় ধরা পড়লো মৈপীঠের রয়্যাল বেঙ্গল টাইগার টি। আপাতত সেটিকে উদ্ধার করে শারীরিক অবস্থার পরীক্ষা করা হচ্ছে। ছাগলের টোপ দিয়েই ধরা হয়েছে বাঘটিকে। গতকাল এই বাঘটি ই এলাকায় আতঙ্ক ছড়িয়েছিলো। গোটা রাত জেগে অপেক্ষায় ছিলেন বন কর্মীরা শেষে ভোর সাড়ে তিনটে নাগাদ ধরা পড়ে বাঘটি।

Advertisements

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৈপীঠে এক রয়্যাল বেঙ্গল টাইগার ঘটনায় ঢুকে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছে খবর পাওয়া গেছে, এই এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার খুঁজে পাওয়া গেছে, যা সন্দেহভাজনভাবে খাদ্যের জন্য বা অন্য কোন কারণে প্রকৃতির নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে আসে। এই ঘটনার পরপরই বনদফতর, পরিবেশকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বন দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে বাঘটি যথেষ্ট ক্ষুদার্ত ছিল সেই জন্যই লোকালয়ে চলে আসে।

   

পূর্ববর্তী কিছু ঘটনা থেকে দেখা গেছে যে, সুন্দরবনে বেআইনি শিকার, বনকাটা, এবং জলাশয়ের জন্য বাঘের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। এই সমস্ত কারণে বাঘেরা তাদের প্রাকৃতিক পরিবেশে অস্বস্তিতে পড়ে এবং মাঝে মাঝে মানুষের বসতির দিকে চলে আসে। মৈপীঠের ঘটনা সেই সংকটেরই একটি দৃষ্টান্ত হতে পারে। গতকাল বাঘটি এলাকায় ঢুকে পড়ে বন দপ্তরের রেসকিউ টিম সেখানে পৌঁছয়। বাঘটি তাদের উপর আক্রমণ করলে এক কর্মী গুরুতর আহত হন। আহত বন কর্মী এখন কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি আছেন।

Advertisements

বেশ কিছুদিন ধরেই এলাকাতে বাঘের আনাগোনা নজরে আসছিলো, যা এদিন ভয়াবহ রূপ নেয়। বনাঞ্চল এবং মানুষের বসতির মধ্যে সংঘর্ষ যত বাড়বে, ততই এই ধরনের ঘটনাগুলো সাধারণ হয়ে উঠবে। এজন্য সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা এবং পরিবেশবিদদের সাহায্য প্রয়োজন। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব রক্ষা, বনভূমি সংরক্ষণ এবং অবৈধ শিকার রোধ করা অত্যন্ত জরুরি।