পাটিয়ালায় আবর্জনার স্তূপ থেকে উদ্ধার রকেট গোলাবারুদ, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

পাঞ্জাবের পাটিয়ালায় (Patiala) সোমবার দুপুরে সাতটি রকেট গোলাবারুদ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাটিয়ালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) নানক সিং…

rocket launchers found

পাঞ্জাবের পাটিয়ালায় (Patiala) সোমবার দুপুরে সাতটি রকেট গোলাবারুদ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাটিয়ালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) নানক সিং জানিয়েছেন, “গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে রাজপুরা রোডের একটি আবর্জনার স্তূপে পুলিশ সন্দেহজনক কিছু বস্তু খুঁজে পায়। অতঃপর পুলিশের ঘন্টাখানেক তল্লাশি অভিযানের পর গোলাবারুদগুলির হদিস পাওয়া যায়।

SSP নানক সিং বলেছেন, “প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা,কোনো এক Scrap ডিলার এই গোলাবারুদগুলি আবর্জনার স্তুপে ফেলে রেখেছিল। কিন্তু তাঁরা কোনো কিছুর সম্ভবনাকেই উড়িয়ে দিচ্ছেন না।

   

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং নিশ্চিত হতে চাইছে যে, এগুলি কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের অংশ ছিল কি না। তবে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে পারেনি পাটিয়ালা থানার পুলিশ।

উল্লেখযোগ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে পাঞ্জাবের তার্ন তরণ জেলায় একটি পুলিশ স্টেশনে রকেট প্রোপেলড গ্রেনেড (RPG) আক্রমণ হয়। ওই আক্রমণের ঘটনা পাটিয়ালা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটে। এই আক্রমণের সাত মাস আগে, ২০২২ সালের মে মাসে পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সদর দফতর মহালিতে RPG হামলা হয়েছিল। সেই সময় ওই হামলাগুলি সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাবনা বৃদ্ধি করেছিল। আর এবার নতুন করে গোলাবারুদ উদ্ধার হওয়ায় নাশকতার আশঙ্কা একধাপ জোরালো করেছে। বর্তমানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এখন আরও সতর্ক অবস্থায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা এই অস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো বৃহত্তর ষড়যন্ত্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখে দ্রুত তদন্ত সম্পন্ন করবে।