রাশিয়ার ছোঁড়া বোমার আঘাতে পুড়ে ছাই হয়ে গেল বিশ্বের বৃহত্তম পণ্যবাহী বিমান। সোমবার সকালে রাজধানী কিয়েভের কাছে জোরদার লড়াইয়ের সময় রুশ বাহিনীর একটি বোমা গিয়ে পড়ে বিশ্বের বৃহত্তম বিমান ‘এএন-২২৫ ম্রিয়া’-র উপর। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলে ওঠে ইউক্রেনের তৈরি এই বৃহত্তম পণ্যবাহী বিমানটি। বিশালদেহী পণ্যবাহী এই বিমানটি অত্যাধুনিক প্রযুক্তির এক সেরা নিদর্শন।
উল্লেখ্য, ইউক্রেনীয় ভাষায় ‘ম্রিয়া’ শব্দের অর্থ হল স্বপ্ন। সোমবার সকালে রাশিয়ার ছোড়া গোলায় ইউক্রেনের সেই স্বপ্নের অপমৃত্যু হল। এর ফলে ইউক্রেনের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
ইউক্রেনের সংস্থা আন্তনোভ এই বিমানটি তৈরি করেছিল। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, কিয়েভে হস্টোমেল বিমানবন্দর দখল করার জন্য মরিয়া আক্রমণ চালাচ্ছে রাশিয়া। দেশের সেনাবাহিনীও তার পাল্টা জবাব দিচ্ছে। এদিন উভয় পক্ষের সংঘর্ষ চলাকালীন রাশিয়ার ছোড়া একটি গোলা এসে পড়ে ওই বিমানের উপর। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলে ওঠে ম্রিয়া।
ইউক্রেন সরকারের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কিয়েভ সংলগ্ন একটি বিমান বন্দরে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম বিমান ম্রিয়া। তবে রাশিয়া আমাদের দমাতে পারবে না। আমরা শীঘ্রই আবার এমনই একটি বিমান তৈরি করব। গড়ে তুলব স্বাধীন, শক্তিশালী ও গণতান্ত্রিক ইউক্রেন। একই সঙ্গে ইউক্রেন সরকার ওই ট্যুইটের সঙ্গে ম্রিয়ার একটি ছবিও পোস্ট করেছে। ক্যাপশনে লেখা আছে, বিশ্বের বৃহত্তম বিমান ম্রিয়াকে রাশিয়া জ্বালিয়ে দিতে পারলেও আমাদের স্বপ্নকে কখনও পোড়াতে পারবে না।