ইস্টবেঙ্গলকে হারিয়ে বছরের প্রথম জয় চেন্নাইয়িনের, খুশি ওয়েন কোয়েল

মধুর প্রতিশোধ নিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আইএসএলের প্রথম লেগে ঘরের মাঠে ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছিল চেন্নাইয়িন দল। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। এমনকি…

Chennaiyin FC East Bengal

মধুর প্রতিশোধ নিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আইএসএলের প্রথম লেগে ঘরের মাঠে ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছিল চেন্নাইয়িন দল। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। এমনকি সেই পরাজয় যথেষ্ট প্রভাব ফেলেছিল পরবর্তী ক্ষেত্রে। পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে নেমে যেতে হয়েছিল দক্ষিণের এই আইএসএল জয়ী দলকে। এবার বদলা নেওয়াই অন্যতম লক্ষ্য ছিল ওয়েন কোয়েলের ছেলেদের। সেইমত এই শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নেমেছিল লুকাস বামব্রিলাদের দল। সম্পূর্ণ সময়ের শেষে তিন গোলের ব্যবধানে আসে জয়।

   

গোল পেয়েছেন দলের তারকা ফুটবলার জর্ডান উইলমার গিলের পাশাপাশি চিমা চুকুর মতো ফুটবলাররা। যা নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। এই জয়ের ফলে কলকাতা ময়দানের এই প্রধান দলকে টেক্কা দিয়ে অনায়াসেই দশম স্থানে উঠে আসলো চেন্নাইয়িন এফসি‌। তবে সেখানেই শেষ নয়। প্রায় ৬১ দিন পর ইন্ডিয়ান সুপার লিগে জয়ের মুখ দেখল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে গত বছর শেষ করেছিল চিমা চুকুরা। তারপর নতুন বছরের শুরু থেকে জয়ের সরণিতে ফেরার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি।

আটকে যেতে হয় ওডিশা এফসি সহ একাধিক ফুটবল ক্লাবের কাছে। সেখান থেকে জয়। দেশের এই প্রথম ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকা কার্যত অসম্ভব হলেও এখনই হাল ছাড়তে নারাজ ব্রিটিশ কোচ। তাই দলের এই জয় নিয়ে কথা বলতে গিয়ে সুপার সিক্সের প্রসঙ্গ ও তুলে আনেন ওয়েন কোয়েল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমাদের আর ৪টি ম্যাচ বাকি রয়েছে। আমরা সবগুলো খেলাই জয় দিয়ে শেষ করতে চাই এবং আমাদের সমর্থকদের মুখে হাসি ফুটাতে চাই। কারণ তাঁদের জন্যই আমাদের লড়াই। তাঁরা পুরো ম্যাচ জুড়েই আমাদের সমর্থন করে।”

আগামী ১৫ ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নামবে চেন্নাইয়িন দল। এই ম্যাচ থেকে ও পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে সকলের।