সোনারপুর: নবম শ্রেণির পড়ুয়ার গোপন ছবি তুলে ব্ল্যাকমেল! একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে! ঘটনা জানাজানি হতেই সরগরম দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর৷ ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে৷ ওই প্রৌঢ়ের বিরুদ্ধে শিশু সুরক্ষা (পকসো) আইনে মামলা দায়ের করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা ও প্রৌঢ় একই পাড়ার বাসিন্দা৷ প্রৌঢ়ের বয়স ৫২ বছর। নবম শ্রেণির ছাত্রী ওই পড়ুয়া সোনারপুরে তার দাদু-ঠাকুমার কাছে থাকত। তার কাছে কোনও অ্যানড্রয়েড ফোন ছিল না৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী মাঝেমধ্যেই পাড়ার দাদুর কাছে ফোন দেখতে চাইত৷ অভিযোগ, সেই সুযোগ নিয়েই এক দিন ওই নাবালিকাকে ধর্ষণ করেন ওই প্রৌঢ়। সেই সময় নাবালিকার কয়েকটি গোপন ছবিও তুলে রাখেন। এর পর থেকেই শুরু হয় ব্ল্যাকমেলিং৷ তাঁর গোপন ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করেন প্রৌঢ়। ভয় দেখিয়ে একাধিক বার তাকে ধর্ষণও করেন বলে অভিযোগ। বুধবার বিকেলেও ওই প্রৌঢ় তাকে ধর্ষণ করার চেষ্টা করলে শেষমেশ বিষয়টি ঠাকুমাকে জানায় ওই কিশোরী। তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। সকলে মিলে অভিযুক্তকে চেপে ধরতেই অপরাধের কবুল করে নেন ওই প্রৌঢ়।
বুধবার রাতেই সোনারপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ৷ বারুইপুর পুলিশ জেলার ডেপুটি সুপার (অপরাধদমন) ফয়সাল বিন আহমেদ বলেন, ‘‘নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গ্রেফতার হয়েছেন।’’ বৃহস্পতিবারই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলেও জানান অফিসার৷