বিজেপির ডাকা বনধকে ঘিরে তপ্ত গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের একাধিক জায়গায় দফায় দফায় চলছে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি। এদিকে একটু যেন ছন্দপতন ঘটল বিজেপির অন্দরে। বনধকে বন্ধ করতে আসরে নামলেন খোদ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
সোমবার নন্দীগ্রামে ধর্মঘটিদের কাছে ছুটে যান বিরোধী দলনেতা। সেখানে বিক্ষোভরত দলীয় কর্মী সমর্থকদের কাছে তিনি বলেন, ‘হঠাৎ ডাকা বনধের জন্য অনেক মানুষ সমস্যায় পড়েছেন। অনুরোধ করব এই বনধ প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, ঘোষণা করে দেবেন প্রেসিডেন্ট।’
এদিকে কলকাতা সহ জেলায় জেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে বচসা হচ্ছে। উত্তপ্ত হয়ে রয়েছে টবিন রোড। বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ বলে অভিযোগ। অন্যদিকে উত্তরবঙ্গে দুজন বিজেপি বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। বনধের বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে গণতন্ত্র সঙ্কটে। বাধ্য হয়েই সকলে বনধ করেছে। অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই ঘটনায় বিজেপির দেউলিয়াপনা প্রমাণিত হয়েছে।