Anis Murder: কাটল জট, তোলা হচ্ছে আনিসের দেহ

অবশেষে কাটল জট, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে আনিস খানের দেহ। জানা গিয়েছে, এদিন ডিস্ট্রিক্ট জজ ও আইনজীবীর উপস্থিতিতে সিটের সদস্যরা দেহ তুলছেন। সূত্র মারফত…

অবশেষে কাটল জট, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে আনিস খানের দেহ। জানা গিয়েছে, এদিন ডিস্ট্রিক্ট জজ ও আইনজীবীর উপস্থিতিতে সিটের সদস্যরা দেহ তুলছেন। সূত্র মারফত খবর, এসএসকেএম হাসপাতালে হবে আনিসের দেহের ময়নাতদন্ত। করা হবে ভিডিওগ্রাফি।

প্রসঙ্গত, এদিন সকালে দেহ তুলতে গেলে বাধার মুখে পড়েন সিটের সদস্যরা। আনিসের পরিবার দাবি তোলে, ডিস্ট্রিক্ট জজের উপস্থিতিতে দেহ তুলতে হবে। 

উল্লেখ্য, দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য ছাত্রনেতা আনিস খানের দেহ কবর থেকে তুলতে সোমবার সকালেই সিটের সদস্যরা তাঁর আমতার বাড়িতে যান। তিন সদস্যের এই দলে রয়েছেন হাওড়ার বিএমওএইচ এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাঁরা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন। তার পর শুরু হয় দেহ কবর থেকে তোলার প্রস্তুতি।

জানা গিয়েছে, তাঁরা আনিসের বাবাকে মৃতদেহ সনাক্ত করার জন্য যেতে বলেন। তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে জানান, তিনি যেতে পারবেন না বদলে যাবেন তাঁর বড়ছেলে এবং আনিসের কাকার ছেলে। এ ছাড়া গ্রামের ১০ থেকে ১২ জন সঙ্গে যাওয়ার কথা ছিল।