জয় দিয়েই আইলিগ মরসুম শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল হায়দরাবাদের শক্তিশালী এই ফুটবল ক্লাব। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আটকে যেতে হয়েছিল রিয়াল কাশ্মীর ও আইজল এফসির কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল চার্চিল ব্রাদার্সের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। তারপর দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে নতুন বছর শুরু করে কেরালার এই ফুটবল ক্লাব। বিরাট বড় ব্যবধানে তাঁরা পরাজিত করে দিল্লি দলকে।
কিন্তু পরবর্তীতে ছন্দ হারাতে শুরু করে গোকুলাম কেরালা। শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে ও জয় সুনিশ্চিত করতে পারেনি আন্তোনিও জেসুস ফার্নান্দেজের ফুটবল দল। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার কাশী। এক্ষেত্রে গোকুলামের আপফ্রন্ট নিয়ে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। এমন পরিস্থিতিতে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে এক দাপুটে ফুটবলারকে দলে টানার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেইমতো বেশ কয়েকজন ফুটবলারদের দিকে নজর ছিল সকলের। তবে সেখানেই শেষ নয়।
একাধিক ফ্রি ফুটবলারদের দিকে ও নজর রেখেছিল আইলিগের এই দল। তাঁর মধ্যেই এবার এক আফ্রিকান ফরোয়ার্ডকে দলে টানার পথে গোকুলাম। তিনি থাবিসো নেলসন ব্রাউন। গত ফুটবল মরসুমে চীনের ফুটবল ক্লাব জিয়াংশি লুশানের সঙ্গে যুক্ত ছিলেন লেসোথোর এই ফুটবলার। তবে নতুন বছরের শুরুতেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ফুটবল ক্লাবের। তারপর থেকেই এই বিদেশি ফরোয়ার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে গোকুলাম।
যারফলে, সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই ফুটবলারের নাম ঘোষণা করতে পারে আইলিগের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে এই আইলিগ জয়ী দল।