East Bengal: আগামী মরসুমেও লাল-হলুদের সঙ্গে থাকতে পারে শ্রী সিমেন্ট! 

আগামী মরশুমে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কে হবে এখনও তা জানা নেই। একাধিক নাম ঘোরাফেরা করছে। বসুন্ধরা গ্রুপের দিকে এখন পাল্লা কিছুটা ভারী বলে মনে করা হচ্ছে।…

East Bengal: আগামী মরসুমেও লাল-হলুদের সঙ্গে থাকতে পারে শ্রী সিমেন্ট! 

আগামী মরশুমে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী কে হবে এখনও তা জানা নেই। একাধিক নাম ঘোরাফেরা করছে। বসুন্ধরা গ্রুপের দিকে এখন পাল্লা কিছুটা ভারী বলে মনে করা হচ্ছে। তবে দেবব্রত সরকার যা বললেন তাতে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের অনেকেই হয়তো বিস্মিত হবেন।

Advertisements

এক নামকরা ক্রীড়া সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আলোচনায় উঠে এসেছে ইনভেস্টর প্রসঙ্গ।

   

দেবব্রত বলেছেন, ‘পাকাপাকিভাবে কিছু বলার জায়গায় এখনও আসেনি। ফলে মিডিয়া ঘোষণা এখন নয়।’ বসুন্ধরা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘কিছুদিন আগে আমরাই যোগাযোগ করেছিলাম। পাকা কথা এখনও হয়নি আমাদের।’ 

Advertisements

কলকাতা ময়দানে গুঞ্জন এপ্রিলে শ্রী সিমেন্টের বিদায় নিশ্চিত। কিন্তু দেবব্রত সে সব কিছু বললেন না। বরং তুলে ধরেছেন এক সম্ভাবনার কথা।তাঁর মতে, ‘মিস্টার বাঙ্গুর একজন ভদ্রলোক। এবং শ্রী সিমেন্টের সঙ্গে আমাদের কোনও সংঘাত নেই। আমাদের দাবি মেনে নিয়ে তারা যদি থাকতে চায় তাহলে ক্লাবের দরজা খোলা রয়েছে। সঠিক প্রস্তাব দিতে হবে আগে।’