অভিজ্ঞতার কাছেই আটকে গেল হায়দরাবাদ? জানিয়ে দিলেন চেম্বাকাথ

গত বুধবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল হায়দরাবাদ এফসি‌ (Hyderabad FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে…

Coach Chanel Chimbakat

গত বুধবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল হায়দরাবাদ এফসি‌ (Hyderabad FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে তিন গোলের ব্যবধানে পাহাড়ের এই ফুটবল ক্লাবের কাছে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল দলকে। এদিন নিজামের শহরের এই ফুটবল দলের হয়ে মনোজ মহম্মদ ব্যবধান‌ কমাতে সক্ষম হলেও ম্যাচে ফিরে আসা আর সম্ভব হয়নি হায়দরাবাদ এফসির পক্ষে। যারফলে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের বারো নম্বরেই থাকতে হল অ্যালেক্স সাজিদের। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।

   

নতুন বছরের শুরুতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ধাক্কা খেতে হলেও পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় এই ফুটবল ক্লাব। অনায়েসেই তাঁরা আটকে দিয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া থেকে শুরু করে শক্তিশালী বেঙ্গালুরু এফসির মতো দলকে। তারপর গত ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে সবাইকে চমকে দিলে ও এবার বজায় থাকল না সেই ধারা। বিশেষ করে ঘরের মাঠে ম্যাচ থাকার ফলে প্রথম থেকেই যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠেছিল বেনালির ছেলেরা। প্রথম থেকেই আলাদিন আজারেইদের ঘন ঘন আক্রমণ যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে।

তারপর যত সময় এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে এবারের ডুরান্ড কাপ জয়ীরা। শেষ পর্যন্ত আলাদিন, বেমামারদের দাপটের সামনে কার্যত পরাজয় স্বীকার করতে হয় এডমিলসন কোরিয়াদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে মনোজের গোলের পর থেকে হায়দরাবাদ সমর্থকরা আশার আলো দেখতে শুরু করলেও তা বজায় থাকেনি। কিন্তু কোথায় ম্যাচ হারল হায়দরাবাদ? ম্যাচ শেষে সেই নিয়েই মুখ খোলেন অন্তর্বর্তীকালীন কোচ সামিল চেম্বাকাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “নর্থইস্ট ইউনাইটেড যথেষ্ট শক্তিশালী দল। তাঁদের আটকানো যথেষ্ট কঠিন। সেই দলে বেশকিছু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে যারা মুহুর্তের মধ্যে ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। সেইসাথে তাঁদের কিছু আক্রমণাত্মক কৌশল আছে। তবে যাই হোক, পরবর্তী ম্যাচে আমরা এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”

আর ও বলেন, ” সবাই ভালো মতোই জানেন যখন একটি শক্তিশালী দলের সঙ্গে খেলতে হয় তখন বেশকিছু অভিজ্ঞ ফুটবলারদের সাথে ও খেলতে হয়। সেটা যথেষ্ট তফাৎ গড়ে দিতে পারে ম্যাচের মধ্যে। তবে আমি মনে করি আমাদের ছেলেরা লড়াই করেছে। নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে।”