এই তারকা ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে মোহনবাগান

    শেষ কয়েক মরসুম ধরেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে আইএসএল জয় করার পাশাপাশি লিগ শিল্ড ও ঘরে এসেছে খুব…

Tom Aldred

short-samachar

   

শেষ কয়েক মরসুম ধরেই অনবদ্য পারফরম্যান্স করে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে আইএসএল জয় করার পাশাপাশি লিগ শিল্ড ও ঘরে এসেছে খুব সহজেই। এই নয়া সিজনে সেই ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য ছিল ম্যানেজমেন্টের। ‌সেইমতো আন্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে জোসে মোলিনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাগান শিবির। তবে শুধুমাত্র কোচ বদল নয়। গতবারের তুলনায় দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেজন্য দলের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগে ও একাধিক বদল আনতে দেখা যায় বাগান ব্রিগেডকে।

Read More: যুব ডার্বিতে দাপট বাগানের, মুখ রক্ষা মশাল ব্রিগেডের

এই নতুন মরসুমে সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত হন দুই বিদেশি ডিফেন্ডার। যাদের মধ্যে রয়েছেন আলবার্তো রদ্রিগেজ এবং টম অলড্রেড। ইন্ডিয়ান সুপার লিগ শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন টম অলড্রেড। বর্তমানে যথেষ্ট দক্ষতার সাথে মোহনবাগানের রক্ষণভাগ সামাল দিচ্ছেন এই ফুটবলার। ইতিমধ্যেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় ১৮টি ম্যাচ তারমধ্যে দুইটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও থেকেছে এই বিদেশি সেন্টার ব্যাকের। অর্থাৎ তিনটি গোল কনট্রিবিউশন রয়েছে টম অলড্রেডের।

Tom Aldred Celebrates Goal as Mohun Bagan SG Head Coach José Molina Praises Performance

তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। সেই নিয়ে এবার উঠে আসতে শুরু করল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, টমের এমন অভূতপূর্ব পারফরম্যান্সের কথা মাথায় রাখেই নাকি তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। যেটা সত্যি হলে অবাক হওয়ার কিছুই থাকবে না কারুর কাছে। হিসাব অনুযায়ী দেখলে এই নতুন বছরের মে মাস পর্যন্ত এই বিদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে কলকাতা ময়দানের এই ফুটবল দলের। যতদূর খবর, সেক্ষেত্রে আগামী মরসুমের জন্য ও তাঁকে দলে রাখার কথা ভাবতে পারে মেরিনার্সরা।

বলাবাহুল্য, এই নয়া সিজনে ও অনবদ্য পারফরম্যান্স করে আসছে মোহনবাগান। এক্ষেত্রে দলের আক্রমণ ভাগের ফুটবলারদের পাশাপাশি পাল্লা দিয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স দিয়ে আসছেন দলের ডিফেন্ডাররা। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি সুযোগ বুঝে গোল তুলে নিতেও খুব একটা অসুবিধে হচ্ছে না টম অলড্রেডদের। স্বাভাবিকভাবেই যা নজর কাড়ছে সকলের।