টিফো বিতর্ক! আইএসএল কর্তৃপক্ষের কাছে অভিযোগ বাগানের

কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপার জায়ান্টের লড়াই নতুন নয়। এই হাইভোল্টেজ ডার্বি ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়…

football match between East Bengal and Mohun Bagan

কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপার জায়ান্টের লড়াই নতুন নয়। এই হাইভোল্টেজ ডার্বি ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায় দুই প্রধানের সমর্থকদের মধ্যে। তবে শুধুমাত্র ৯০ মিনিট নয়। মাঠ ও মাঠের বাইরে ও দুই প্রধানের লড়াই নতুন নয়। বিবিধ ক্ষেত্রে যার প্রভাব লক্ষ্য করা যায় ব্যাপকভাবে। পূর্বে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ও দুই প্রধানের সমর্থকদের টিফো সহজেই নজর কাড়ত সমর্থকদের। তবে এবার শুধুমাত্র ডার্বি ম্যাচ নয়। বর্তমানে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ও তাঁর সক্রিয়তা ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছে।

   

গত আইএসএল ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই হোম ম্যাচেই ইমামি ইস্টবেঙ্গলের সমর্থকদের গ্যালারি থেকে ছাড়া হয় একটি বিতর্কিত টিফো। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কর্নধার মোহনবাগান সুপার জায়ান্টের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার পাশাপাশি দেখা যায় বাগান সচিব দেবাশিস দত্তকে। যেখানে ম্যাচ রেফারির সঙ্গে আর্থিক সামঝোতার বিষয়টি ফুটিয়ে তোলা হয় তাঁদের তরফে। পাশাপাশি মোহনবাগান দলকে ম্যাচের পুরো পয়েন্ট পাইয়ে দেওয়ার কথা ও উল্লেখ করা হয়।

বর্তমানে এই টিফো শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। এবার সেই নিয়েই নাকি কঠোর পদক্ষেপ নিতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। বিশেষ সূত্র মারফত খবর, পড়শী ক্লাবের সমর্থকদের এমন টিফো নিয়ে এবার আইএসএল কতৃপক্ষের দ্বারস্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে মূল অভিযোগ হিসেবে দেখানো হয়েছে যে লাল-হলুদ সমর্থকদের এই টিফো নাকি ফুটবল সংস্কৃতির বিরোধী। সেজন্য, এবার উপযুক্ত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে তাঁদের তরফে। সেক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত উঠে আসে এখন সেটাই দেখার বিষয়।

বলাবাহুল্য, গত ফুটবল মরসুমে জামশেদপুর এফসির বিপক্ষে ও এমন ধরনের একটি টিফো ছাড়া হয়েছিল মোহনবাগান সমর্থকদের তরফে। সেক্ষেত্রে শাস্তির সম্মুখীন হতে হয়েছিল ময়দানের এই প্রধান দলকে। এবার ও সেই একই নীতি গ্রহণ করার কথাই নাকি উল্লেখ করা হয়েছে তাঁদের তরফে।