ভারতীয় বাংলা চলচ্চিত্রের মূল ধারার প্রথম শ্রেণীর অন্যতম নায়িকা কোয়েল মল্লিক(Koel Mallick)। বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করেছেন রঞ্জিত মল্লিক কন্যা। কলেজে পড়াশোনা করার সময়ই তার অভিনয় যাত্রা শুরু হয়। ২০০৩ সালে সুপারস্টার জিৎ-এর বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়।
ছেলে-মেয়েকে নিয়ে এখন তার ভরা সংসার। ২০২৪ এর ডিসেম্বর মাসে দ্বিতীয়বার তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার প্রায় দেড় মাস পর আবার ক্যামেরার সামনে দেখা গেলো অভিনেত্রীকে। শনিবার দুপুরে এক ব্র্যান্ডের প্রচারমূলক একটি অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রীকে।
তবে মা হওয়ার পর একটুও বদলাননি অভিনেত্রী। আগের মতো ঠিক একইরকম গ্ল্যামারাস এবং স্লিম আছেন তিনি। অভিনেত্রীকে একটি গোলাপি রঙের শাড়িতে চুল খোলা অবস্থায় দেখা গেছে। হাসিমুখে সাংবাদিকদের সামনে আসেন অভিনেত্রী, জানান এবার কাজে ফিরবেন তিনি। অভিনেত্রী বলেছেন, “নতুন স্ক্রিপ্ট শুনছি। আমি অলরেডি দু-তিনটে ছবি না বলে দিয়েছি। কারণ ওগুলো জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু করার কথা। আমি এত তাড়াতাড়ি ফিরতে পারব না। কিছুদিন ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি ব্যস্ত থাকব।”
View this post on Instagram
দ্বিতীয়বার মা হওয়ার পরে কন্যা সন্তানকে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। মেয়েকে নিয়ে জিজ্ঞেস করতে কোয়েল বললেন, “সে বহাল তবিহতে আছে। খাচ্ছে, ঘুমোচ্ছে, একটু কাঁদছে আবার ঘুমোচ্ছে।” তবে দুই সন্তানকে একসাথে সামলাতে নাজেহাল অবস্থা অভিনেত্রীর। এই বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করে তিনি বললেন, “আমার বাবারা না অনেকগুলো ভাইবোন। বাবাকে বলি, বাবা কী করে? ঠাকুমাকে কোটি কোটি প্রণাম। তবে জীবন কিন্তু আগের চেয়ে সুন্দর হয়ে যায় (সন্তান আসার পর)। বাচ্চাকে শেখানোর জন্য এখন বেবি শার্ক আরও সব মুখস্থ করতে হচ্ছে। ছোটবেলায় আমরা হাট্টিমাটিম টিম, ইকির মিকির করতাম। কবীরের সময়ই আমি অনেক কিছু মুখস্থ করে ফেলেছি। এখন কম করতে হচ্ছে, জীবন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে।”
বোনকে পেয়ে কোয়েলের(Koel Mallick) প্রথম সন্তান কবীর ভীষণ খুশি। ভাই-বোনের বন্ডিং কেমন জিজ্ঞেস করায় অভিনেত্রী বলেন, “ওদের মধ্য়ে বন্ডিং হওয়াটা খুব প্রয়োজন। ও তো বোনকে পুতুল ভাবে মনে হয়। এইরকম এইরকম করে টিপে দেয় (হাতের ইশারায় গাল টেপা)। আমি বলি না….তবে আমি ওকে বোনকে চটকাতে দিই। শুরু থেকেই ও বলেছিল ওর বোনই হবে। আমরা বোঝাতাম, বোন হোক-ভাইহোক যেন সুস্থ হয়। বোন হওয়ার পর থেকে তো ওর আনন্দের সীমা নেই। খুব মজায় আছে।”
অভিনেত্রী কোয়েল মল্লিককে(Koel Mallick) শেষ দেখা গিয়েছিলো ২০২৩ এ মুক্তি পাওয়া অরিন্দম শীল পরিচালিত “জঙ্গলে মিতিন মাসি” সিনেমাটিতে যেটি মৃতা সুচিত্রা ভট্ট্যাচার্যের লেখা উপন্যাস “সারান্দায় শয়তান” এর উপর ভিক্তি করে তৈরী। তবে, কন্যা সন্তান জন্ম দেওয়ার আগেই তিনি তিনটি ছবির কাজ শেষ করেছিলেন, “সোনার কেল্লায় যকের ধন”, “একটি খুনির সন্ধানে মিতিন”, “স্বার্থপর”। সিনেমাগুলি ২০২৫ এ মুক্তি পাবে বলে আশা করা যায়।