ক্রিকেট অতীত! কিংবদন্তি গায়িকার নাতনির প্রেমের ফাঁদে ‘ডিএসপি’

বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। মনসুর আলি পটৌদী-শর্মিলা ঠাকুরের যুগ থেকে শুরু করে হালের কেএল রাহুল-আথিয়া শেট্টি পর্যন্ত ক্রিকেট ও বিনোদনের এই মেলবন্ধন…

**Meta Description:** Zanai Bhosle, granddaughter of legendary singer Asha Bhosle, sparks dating rumours with cricketer Mohammed Siraj after their adorable photo from her star-studded 23rd birthday bash goes viral. Fans are buzzing with speculation!

short-samachar

বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। মনসুর আলি পটৌদী-শর্মিলা ঠাকুরের যুগ থেকে শুরু করে হালের কেএল রাহুল-আথিয়া শেট্টি পর্যন্ত ক্রিকেট ও বিনোদনের এই মেলবন্ধন কখনওই পুরনো হয় না। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)? ।

   

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) নাতনি জানাই ভোঁসলে (Zanai Bhosle) সম্প্রতি ২৩তম জন্মদিন উদযাপন করেছেন । মুম্বইয়ের বান্দ্রায় আয়োজিত এই তারকাখচিত জন্মদিন পার্টির ছবি এখন সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দু।

জন্মদিনের উদযাপনে জানাই (Zanai Bhosle) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে গায়িকা দিদা আশা ভোঁসলে ও অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে তাঁর ছবি যেমন ছিল, তেমনই ছিলেন অভিনেত্রী ও প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী আয়েশা খান। পাশাপাশি, ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও সিদ্ধেশ লাডের সঙ্গেও ছবি শেয়ার করেছেন জানাই। তবে সবচেয়ে বেশি চর্চা হয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গে তোলা একটি ছবিকে ঘিরে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Zanai Bhosle💜 (@zanaibhosle)

ছবিতে দেখা যাচ্ছে, দু’জনেই একে অপরের দিকে চোখেচোখ রেখে তাকিয়ে আছেন। ছবির এই মিষ্টি মুহূর্ত নেটিজেনদের নজর এড়ায়নি। শেয়ার করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে পড়ে এই ছবি। জানাইয়ের পোস্টে কমেন্টে ভরে গেছে সিরাজের (Mohammed Siraj)ভক্তদের নানা প্রশ্ন ও মন্তব্যে। কেউ তাঁদের ‘বিয়ের দিন’ নিয়ে জানতে চেয়েছেন, আবার কেউ জানাইকে সরাসরি ‘ভাবি’ সম্বোধন করেছেন।

একজন মন্তব্য করেন, “সিরাজ ভাইজানের সঙ্গে কি বিয়ে করছেন?” আরেকজন লেখেন, “ডিএসপি সাহেব তো এখানে একেবারে গলে গেলেন।” কেউ কেউ মজার ছলে লেখেন, “এখন তো নিশ্চিত, ডিএসপি সিরাজের ভাবি।” 

২০২৪ সালের অক্টোবর মাসে সিরাজকে (Mohammed Siraj)হায়দরাবাদ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পদে নিযুক্ত করা হয়। এই পদ পাওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে।

অন্যদিকে জানাই (Zanai Bhosle) নিজের কর্মজীবন নিয়েও ব্যস্ত। খুব শিগগিরই তিনি সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন। নির্মাতা সন্দীপ সিং পরিচালিত ‘দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমায় জানাইকে দেখা যাবে রানি সাই ভোঁসলের চরিত্রে। চলতি বছরের মার্চ মাসে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

শুধু অভিনেত্রী নয়, জানাই (Zanai Bhosle) একজন প্রতিভাবান গায়িকা ও নৃত্যশিল্পীও। মাত্র ১০ বছর বয়স থেকেই তিনি গান গাইছেন। তাঁর ইউটিউব বায়োতে লেখা, “গিটার, বাস্কেটবল, নাচ এবং নাটক আমার জীবনের একটি বড় অংশ।”