চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন ইস্টবেঙ্গলের এই তরুণ ফুটবলার

Advertisements চলতি মরসুমের শুরু থেকেই হতাশাজনক পারফরম্যান্স করে আসছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিটি ক্ষেত্রেই কলকাতা ময়দানের…

East Bengal Young Star Tanmay Das

Advertisements

চলতি মরসুমের শুরু থেকেই হতাশাজনক পারফরম্যান্স করে আসছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিটি ক্ষেত্রেই কলকাতা ময়দানের এই প্রধানের পারফরম্যান্স নিরাশ করেছে লাল-হলুদ সমর্থকদের। সাফল্যের কথা মাথায় রেখে গতবারের তুলনায় এই বছর একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করা হলেও পরিস্থিতি যেন কিছুতেই বদলাচ্ছে না লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাবের। বর্তমানে দেশের এই প্রথম ডিভিশন লিগের পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে ইস্টবেঙ্গল।

   

এক্ষেত্রে সুপার সিক্সে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি অধিকাংশ ম্যাচ জিততে হবে মশাল ব্রিগেড। যা কঠিন হলেও অসম্ভব নয়। তবে এক্ষেত্রে কোচ বদলের পাশাপাশি সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের চোট সমস্যা। ইতিমধ্যেই এসিএল ইঞ্জুরির কারণে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন দলের এক বিদেশি মিডফিল্ডার। এছাড়াও চোট সমস্যায় ভুগছেন প্রথম একাদশের অধিকাংশ ফুটবলার। স্বাভাবিকভাবেই তাঁদের অনুপস্থিতি ব্যাপকভাবে প্রভাব ফেলেছে দলের পারফরম্যান্সে।

Advertisements

তবে এবার চোট সমস্যা কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন বাঙালি ফুটবলার তন্ময় দাস। ঘন্টা কয়েক আগেই নিজের সোশ্যাল সাইটে দলের জার্সিতে অনুশীলনের ছবি আপলোড করেন এই মিডফিল্ডার। যা কিছুটা হলেও স্বস্তি দেবে সকলকে। সেক্ষেত্রে আগামী মাসে প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচে খেলতে দেখা যেতে পারে তন্ময়কে। পাশাপাশি অস্কার ব্রুজনের রিজার্ভ বেঞ্চে ও ভরসা জোগাতে পারেন এই দাপুটে ফুটবলার।

তবে চোট সমস্যা কাটিয়ে ওঠার পর নিজেকে পুরনো ছন্দে আদৌও কতটা মেলে ধরতে পারেন এই তারকা এখন সেদিকেই নজর থাকবে সকলের।