আইলিগের এই মিডফিল্ডারের দিকে নজর চার হেভিওয়েট ক্লাবের

নতুন বছরের প্রথম দিন থেকেই খুব গিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window)। তারপর থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে গোটা দেশের বিভিন্ন ফুটবল ক্লাব। দেশের প্রথম…

Ramsanga Tlaichhun

নতুন বছরের প্রথম দিন থেকেই খুব গিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window)। তারপর থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে গোটা দেশের বিভিন্ন ফুটবল ক্লাব। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল হোক কিংবা আইলিগ বা দক্ষিণের কোন ও ফুটবল লিগ। প্রতিটি ক্ষেত্রেই সরগরম হয়ে ওঠে দল বদরের বাজার। বলাবাহুল্য, মরসুম শুরু করার পর দলের নিজ নিজ সমস্যার সমাধানের ক্ষেত্রে বা খেলোয়াড় বদলের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মরসুমের এই দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো। সেই অনুযায়ী বহু আগে থেকেই ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু করে থাকে ক্লাব গুলি।

   

পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই সামনে আসতে থাকে সমস্ত বিষয় গুলি। বলা বাহুল্য, উইন্টার ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার পর থেকে এখন ও পর্যন্ত দল বদল করেছেন একাধিক ফুটবলার। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে দেশের ফুটবলপ্রেমীদের। বলতে গেলে সময় যত এগোচ্ছে ততই যেন জমজমাট হয়ে উঠছে ওই দল বদলের বাজার। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে এবার নাকি আইলিগের এক ফুটবলারের দিকে নজর রয়েছে আইএসএলের চার ফুটবল ক্লাবের।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তিনি রামসঙ্গ তলাইছুন। বর্তমানে রিয়াল কাশ্মীরের হয়ে আইলিগ খেলছেন মিজোরামের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ইতিমধ্যেই মোট ৯টি ম্যাচ খেলে ১টি গোল এবং ২টি অ্যাসিস্ট করে ফেলেছেন বছর চব্বিশের এই ফুটবলার। জানা গিয়েছে তাঁর উপর নাকি আগ্ৰহ দেখাতে শুরু করেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের একাধিক ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে শক্তিশালী মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে জামশেদপুর এফসি এবং পাঞ্জাব এফসির মতো ফুটবল ক্লাব।

এমনকি কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের নাম ও উঠে আসতে শুরু করে ব্যাপকভাবে। তবে এই ফুটবলারকে সই করানোর ক্ষেত্রে তাঁরা আদৌ কতটা সক্রিয়তা দেখায় এখন সেটাই দেখার বিষয়। ‌