জয় দিয়েই নতুন বছর শুরু করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। বছরে প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল দলকে। একটা সময় এই ম্যাচে লালিয়ানজুয়ালা ছাংতেরা এগিয়ে থাকলেও পরবর্তীতে সমতায় ফিরেছিল মশাল ব্রিগেড। কিন্তু শেষ মুহূর্তে গোল করে দলের জয় সুনিশ্চিত করেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। কিন্তু তারপরেই জামশেদপুর এফসির কাছে জোর ধাক্কা খেতে হয় মুম্বাই শিবিরকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।
আটকে যেতে হয় প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির কাছে। যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসলেও বর্তমানে তাঁদের পিছনে ফেলে দিয়েছে ওডিশা এফসি। সপ্তম স্থানে নেমে এসেছে বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। আগামী ২৬শে জানুয়ারি নিজেদের হোম ম্যাচে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে হবে নিকোলাওস কারেলিসদের। এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য সকলের। এসবের মাঝেই এক স্প্যানিশ ফুটবলারকে সই করাল আইএসএলের এই ফুটবল ক্লাব।
তিনি জর্জ অরটিজ মেন্ডোজা। ভারতে আসার পূর্বে চিনের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব সাংহাই শেনহুয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা ফুটবলার। যেখানে প্রায় দশটির ও বেশি ম্যাচ খেলেছেন এই তারকা। করেছেন মাত্র দুইটি গোল। সেখান থেকেই এবার উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যোগ দিতে চলেছেন মুম্বাই শিবিরে। বছর কয়েক আগে এফসি গোয়া জার্সিতে খেলে গিয়েছেন এই স্প্যানিশ তারকা। এবার ফের ভারতে আসতে চলেছেন এই তারকা। যতদূর জানা গিয়েছে, জেরেমি মানজোরোর পরিবর্তে তাঁকে সই করিয়েছে রনবীর কাপুরের ফুটবল ক্লাব। বলাবাহুল্য, চলতি মরসুমের শুরুতে জেরেমির উপর ভরসা রাখলে ও বর্তমানে চোট সমস্যায় জর্জরিত এই তারকা।
তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। সবদিক মাথায় রেখেই এই স্প্যানিশ হাইপ্রোফাইলকে দলে টানে মুম্বাই। এবার ভারতে ফিরে তিনি আদৌও কতটা সফল হন এখন সেটাই দেখার বিষয়।