মালদহের শুকদেবপুরে ফের উত্তেজনা(Shukdebpur Border Tension)। শুকদেবপুরের বাসিন্দাদের দাবি, কাঁটাতারবিহীন জায়গাগুলিতে বাংলাদেশি কট্টরপন্থীরা জমায়েত শুরু করেছে। ওপারের বিভিন্ন স্থান থেকে অস্ত্র হাতে লোকজন জড়ো হয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে সেখানে। এর আগেও কাঁটাতার লাগানো নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল বিজিবি ও বিএসএফ-এর মধ্যে। এবার নতুন করে সমস্যা তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, কাঁটাতারের ওপারে ভারতীয় জমির প্রায় ১৫০ গজের মধ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা ফসল কেটে নিয়ে পালাচ্ছে। শুধু তাই নয়, জমির জল সেচের মেশিনও লুঠ করছে তারা। পরে বিএসএফ-কে জানাতে এক বাংলাদেশিকে ধরে ফেলে জওয়ানরা। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে, বিএসএফ-এর পক্ষ থেকে অশান্তি এড়াতে শুকদেবপুরের (Shukdebpur Border Tension)।গ্রামবাসীদের সীমান্তের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
পলাশ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “তারা শুকদেবপুর দখল করতে চায়। লোক জমা হচ্ছে, অস্ত্র রাখার ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দুর্বল নই, আমরা তাদের ভালভাবে শিক্ষা দেব। তারা যদি ভাবেও, আমরা সহজেই নিজেদের জমি রক্ষা করতে পারব। বিএসএফ আমাদের পাশে আছে, তবে আমাদের জমি থেকে ফসল লুঠ করছে তারা।”
এদিকে, বিজিবির সঙ্গে বিএসএফ-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ বিজিবিকে কঠোর বার্তা দিয়েছে, যাতে বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্তে হামলা চালাতে না পারে। তবে, শুকদেবপুরে(Shukdebpur Border Tension)। বেশ কিছু খালি জায়গা রয়েছে। সেইসব জায়গায় কাঁটাতার লাগানো হয়নি। অভিযোগ উঠছে সেইসব স্থানে অস্ত্রসহ নিয়ে লোকজন জমায়েত হচ্ছে এবং ভারতীয়দের জমি লুঠ করার পরিকল্পনা করছে।
এমন পরিস্থিতিতে,শুকদেবপুরের(Shukdebpur Border Tension)। বাসিন্দাদের মনে উৎকণ্ঠা বিরাজ করছে। সীমান্তে উত্তেজনা বাড়ানোর পেছনে বাংলাদেশের কিছু শক্তিশালী গোষ্ঠীর হাত রয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।