চলতি আইএসএলের শুরুটা ভালো ছিল না মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। এমনকি দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয় আইএসএল জয়ী এই দলকে। প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা।
এবার বদলে গিয়েছে সমস্ত কিছু। আসলে পেট্র ক্র্যাটকির হাত ধরে এই সিজনে ও চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও সেই নিয়ে এখনও থেকে গিয়েছে ধোঁয়াশা। তবে গত কয়েকটি ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করার পাশাপাশি প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সঙ্গে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার সুবাদে প্রথম ছয়ের লড়াইয়ে ফিরে আসে মুম্বাই। টুর্নামেন্টের নক আউটে নিজেদের সুযোগ করে নেওয়াই প্রধান লক্ষ্য এই দলের। সেক্ষেত্রে ব্র্যান্ডন ফার্নান্দেজের পাশাপাশি নিকোলাওস কারেলিস এবং বিক্রম প্রতাপ সিংয়ের মতো ফুটবলারদের উপরেই ভরসা রাখবেন মুম্বাই কোচ।
এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখে এবার নাকি ইয়োয়েল ভ্যান নিফের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তি রয়েছে এই ডাচ ফুটবলারের। তবে এবার নাকি আরও দুইটি মরসুমের জন্য তাঁকে দলে রাখতে চলেছে মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে আগামী ২০২৭ সাল পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই তারকা মিডফিল্ডারকে। যা নিঃসন্দেহে খুশি করবে সকল সমর্থকদের।
তবে তিনি একানন। আগামী মরসুমের জন্য আরও বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে পারে মুম্বাই সিটি এফসি। সেক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। যেদিকে নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীদের।