ম্যাচ সেরা হয়েও পুরোপুরি তৃপ্ত নন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। বুধবার ক্রিকেটের নন্দনকঙ্কানন দুটি সেরা পারফর্ম্যান্স ছিল দুই ভিন্ন খেলোয়াড়ের। একজন বোলার, অন্যজন ব্যাটসম্যান । অভিষেক শর্মা (Abhishekh Sharma) নিজের ব্যাটিংয়ে মোটামুটি খুশি হলেও বরুণ চক্রবর্তী তিন উইকেট নিয়েও নিজেকে পুরোপুরি তৃপ্ত মনে করছেন না।
ইংল্যান্ডের তিন শীর্ষ ব্যাটসম্যান—জস বাটলার, হ্যারি ব্রুক, এবং লিয়াম লিভিংস্টোন—তিনজনকেই আউট করে ২৩ রান খরচে দুর্দান্ত বোলিং করেন বরুণ। তাই ম্যাচ সেরা হিসেবে তাঁর নির্বাচন হওয়া ছিল একেবারে স্বাভাবিক।
পুরস্কার বিতরণী মঞ্চে বরুণ বলেন, “আইপিএলে এমন পিচ দেখে আমরা অভ্যস্ত। পেসারদের জন্য এই ধরনের পিচে বেশি সাহায্য থাকে। তবে আমি যে বোলিং করি তাতে এই পিচেও উইকেট পাওয়া সম্ভব।”
যদিও বাটলারকে আউট করা খুব সহজ ছিল না। বরুণ স্বীকার করে বলেছেন, “ভাগ্য ভালো যে জসের উইকেট নিতে পেরেছি। তবে আমি মনে করি আরও পরিশ্রম করতে হবে। নিজেকে দশে সাতের বেশি দিতে পারছি না।”
View this post on Instagram
অন্যদিকে ইডেন জয়ের ক্ষেত্রে অভিষেক শর্মারও ছিল গুরুত্বপূর্ণ অবদান। যুবরাজ সিংয়ের ছাত্র তিনি। বাংলাদেশ সিরিজে খারাপ পারফর্মেন্সের পর এদিন রানে ফিরে এসেছেন।
ম্যাচ শেষে তিনি বলেন, “কোচ আর অধিনায়কের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ছিল। যখন আমি পারফর্ম করছিলাম না তখন তারা আমাকে বলেছিল যে নিজের খেলাটা খেলতে। আমি সেটাই চেষ্টা করি।”
নিজের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পেছনে সানরাইজার্স হায়দরাবাদের বড় ভূমিকা রাখেন তিনি। সেখানে তিনি প্রথমবার স্বাধীনভাবে ব্যাটিং শুরু করেন।
তিনি আরও যোগ করে বলেন, “যুবি পাজি এবং ব্রায়ান লারার কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছি। তারা সব সময় আমাকে বলতেন নিজের খেলাটা খেলতে।”