টেস্ট ক্রিকেটকে অনুসরণ ইংল্যান্ড ক্রিকেট টিমের

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) মঙ্গলবার ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে একাদশ ঘোষণা করেছে। ভারত (India) এবং ইংল্যান্ডের (England) মধ্যে প্রথম টি-২০ ম্যাচঅনুষ্ঠিত হবে কলকাতার ইডেন…

england

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) মঙ্গলবার ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে একাদশ ঘোষণা করেছে। ভারত (India) এবং ইংল্যান্ডের (England) মধ্যে প্রথম টি-২০ ম্যাচঅনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে (Eden Garden), ঠিক সন্ধ্যা ৭ টা’য়।

ফিল সল্ট এবং বেন ডাকেট ইংল্যান্ডের হয়ে ওপেন করবেন কলকাতায়। সল্ট প্রথম ম্যাচে উইকেটকিপার হিসেবে খেলবেন, অধিনায়ক জস বাটলারের পরিবর্তে।

   

 

এর আগে ইসিবি হ্যারি ব্রুককে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য সহ-অধিনায়ক ঘোষণা করেছে। লিয়াম লিভিংস্টোন, বাটলার এবং ব্রুক মিডল অর্ডারে ব্যাট করবেন।

 

জ্যাকব বেটহেল গত নভেম্বর মাসে তার শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন। তিনিও ইংল্যান্ডের প্রথম একাদশে জায়গা পেয়েছেন। বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনও ২০ ওভারের খেলায় অংশগ্রহণ করবেন ভারতের সর্ব প্রাচীন ক্রিকেট স্টেডিয়ামে।

অ্যাটকিনসন, আর্চার এবং মার্ক উডকে ইংল্যান্ডের পেসার হিসেবে নির্বাচন করা হয়েছে। এর পাশাপাশি আদিল রশিদ একমাত্র স্পিনার হিসেবে এই দলে রয়েছেন।

 

ইংল্যান্ড সমাজ মাধ্যমে স্কোয়াড ঘোষণা করে লিখেছেন,”ব্যাট এবং বলের শক্তি। ব্রেনডন ম্যাককালাম তার শাসনকালে প্রথম সাদা বলের দল ঘোষণা করেছেন আগামীকাল ভারতের বিরুদ্ধে প্রথম আই টি-২০ ম্যাচের জন্য।”

সাধারণত বহু দেশের ক্রিকেট বোর্ডকে ম্যাচ ডে-র বহু পূর্বে দল ঘোষণা করে। এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দিনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও সেই পথেই হাঁটতে দেখা যায়। ম্যাচ ডে-র একদিন আগেই ইংল্যান্ড টিম ঘোষণা করে দিয়েছে।

 

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি ২২ শে জানুয়ারি কলকাতায় শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ২৫ শে জানুয়ারি চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটি ২৮ শে জানুয়ারি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুস্থিত হবে। চতুর্থ এবং পঞ্চম ম্যাচটি যথাক্রমে ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি পুনে এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

 

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (WK), জস বাটলার (C), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেটহেল , জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।