মরণ-বাঁচন লড়াইয়ে মেরিনার্সরা কি পারবে নৌকার পাল মজবুত করতে?

ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) শীর্ষস্থান এখন মোহনবাগানের (Mohun bagan) দখলে। তাদের ঝুলিতে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট। গত চারটি ম্যাচে অপরাজিত তারা। একটি ড্র…

mbsg vs cfc

ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) শীর্ষস্থান এখন মোহনবাগানের (Mohun bagan) দখলে। তাদের ঝুলিতে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট। গত চারটি ম্যাচে অপরাজিত তারা। একটি ড্র এবং বাকি তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট তারা ছিনিয়ে নিয়েছে। লিগ শিল্ডের দাবীদারও তারা। কিন্ত গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) এবং গোয়ার (FC Goa) ম্যাচ তাদের চিন্তায় ফেলে দিয়েছে। গোয়ার সেই ম্যাচের কাঙ্খিত ৩ পয়েন্ট এবং বর্তমানে সবুজ-মেরুনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।আজ জওহরলাল নেহেরু ইন্দোর স্টেডিয়ামে মোহনবাগান চেন্নাইয়িনের (Chennaiyin FC) বিরুদ্ধে তাদের মরণ-বাঁচন লড়াইয়ে মাঠে নামবে। হোসে মোলিনার দল চাইবে জয় ছিনিয়ে আনতে এবং নিজেদের শীর্ষস্থান মজবুত করতে। তবে প্রশ্ন ঘরের মাঠে কোয়েলের দল এত সহজেই কি ছেড়ে দেবে?

অন্যদিকে মোহনবাগানের ‘ঘরের ছেলে’ বিশেষণে পরিচিত প্রীতম কোটাল বর্তমানে চেন্নাইয়িন এফসিতে যোগ দিয়েছে। জাতীয় দলের এই ডিফেন্ডার আজ তার প্রাক্তন দলের বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারবে চোখ থাকবে সেই দিকেও।

   

বর্তমানে কোয়েলের দল ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট লিগ টেবিলের দশম স্থানে অবস্থান করছে। পরপর দুটি ম্যাচ তারা ড্র করেছে। এমনকি লাস্ট ম্যাচে মহামেডানের বিরুদ্ধে লালরিনপুইয়া লাল কার্ডও খান। সুতরাং আজকের ম্যাচে পাওয়া যাবে না এই ডিফেন্ডারকে।

চোটের কারণে সবুজ-মেরুনের সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপাও ম্যাচে অনুপস্থিত থাকবেন।
এর আগে এই দুটি দল মুখোমুখি হয়েছে ৯ বার। তাতে চেন্নাইয়িন জিতেছে ২ বার এবং মোহনবাগান জিতেছে ৪ বার। খেলা অমীমাংসিত রয়েছে ৩ বার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohun Bagan Super Giant (@mohunbagansg)

চেন্নাইয়িন এফসি সম্ভাব্য একাদশঃ- মোহাম্মদ নওয়াজ (গোলকিপার), মান্দার রাও দেসাই, পৃতম কোতল, রায়ান এডওয়ার্ডস, লালদিনলিয়ানা রেথলেই, লালরিনলিয়ানা হ্নামতে, জিতেন্দ্র সিং, কনর শিল্ডস, লুকাস ব্রামবিল্লা, ইরফান ইয়াদওয়াদ, উইলমার জর্ডান গিল।

মোহনবাগান সম্ভাব্য একাদশঃ- বিশাল কাইথ (গোলকিপার), শুভাশিষ বোস, আলবার্তো রড্রিগেজ, টম অ্যালড্রেড, আশীষ রাই, লিস্টন কলাকো, দীপক টাঙ্গরি, অপুইয়া, মানভীর সিং, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন।