লিগ টেবিলের শীর্ষে থেকেও কি হাত ছাড়া হবে বাগানের শিল্ড?

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) পয়েন্ট টেবিলের দিকে নজর রাখলে দেখা যাবে লিগ টেবিলের শীর্ষে জ্বলজ্বল করছে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super…

Moun Bagan SG Supporters Special Iniatiatives Regarding Kolkata Derby

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) পয়েন্ট টেবিলের দিকে নজর রাখলে দেখা যাবে লিগ টেবিলের শীর্ষে জ্বলজ্বল করছে মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Gaints) । ১৬ ম্যাচে ১১ টি জয়, ২টি হার এবং ৩টি ড্র করে তাদের পয়েন্ট সংখ্যা ৩৬।

শেষ ম্যাচে জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে ড্র করেন হোসে মলিনার দল। এগিয়ে থেকেও এই গোল তারা ধরে রাখতে পারেনি। এর আগে টানা তিন ম্যাচে ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলেছে সবুজ মেরুন শিবির। কিন্ত গতবছরের শেষে অ্যাওয়ে ম্যাচে গোয়ার বিপরীতে তারা হার শিকার করে।

   

 

শনিবার বেঙ্গালুরু এফসি যেহেতু হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করে, সেহেতু মলিনার দলের কাছে একটি সুযোগ ছিলো। কিন্তু গতকাল ইস্টবেঙ্গল বনাম গোয়ায় ম্যাচে মানলো দিয়াজের দল লাল-হলুদ শিবিরকে ১গোলে পরাজিত করায় শিল্ড জয়ের চিন্তা আবারও মাথা চারা দিয়েছে।

গোয়া এই মুহূর্তে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অন্যতম। গোল ব্যবধান ৬। দুটি দলের হাতেই রয়েছে আর ৮টি করে ম্যাচ। মোহনবাগানের পরবর্তী ম্যাচ ২১তারিখ চেন্নাইয়ানের বিরুদ্ধে। চেন্নাইয়ানের এটি ঘরের মাঠে খেলা। অর্থাৎ বাড়তি চাপে থাকবে সবুজ-মেরুন শিবির।
উল্লেখ, এই শিবিরের ঘরের ছেলে প্রীতম কোটাল গত রবিবার চেন্নাইয়ানে যোগ দিয়েছে। সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা এক উত্তেজনাপূর্ণ খেলা উপহার পাবেন।

অন্যদিকে বেঙ্গালুরু সমকক্ষক ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তবে জামশেদপুর এফসি একটি ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে চার নাম্বারে রয়েছে। জামশেদপুরের পরবর্তী ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে আগামী ২৩ তারিখ। সেই ম্যাচ জিতে গেলে তারা ৩১ পয়েন্ট নিয়ে গোয়ার জায়গা দখল করবে।

সব মিলিয়ে এককথায় লিগ টেবিলের সাপ সিঁড়ির খেলা একেবারে জমে উঠেছে। তবে বাকিদের থেকে মলিনার দল গোল ব্যবধানে অনেকটাই এগিয়ে রয়েছে। তাই শেষ হাসি কারা হাসবে সেই দিকে নজর থাকবে ১৪০কোটি ভারতবাসীর।