Saif Ali Khan: সইফকে কুপিয়ে খুনের চেষ্টা করা ব্যক্তি সম্ভবত বাংলাদেশি: মুম্বই পুলিশ

বলিউড তারকা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর আক্রমণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে পুলিশ যাকে আটক করেছে, তাকে ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে ধারণা করছে…

Watch the CCTV footage of the accused in the Saif Ali Khan attack case. The video reveals key details about the attacker’s actions.

বলিউড তারকা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর আক্রমণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে পুলিশ যাকে আটক করেছে, তাকে ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে ধারণা করছে মুম্বই পুলিশ। বিবিসি জানিয়েছে এই খবর।

রবিবার সকালে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিকদের জানান, সাইফ আলি খানের বাড়িতে ‘বার্গলারি’র ঘটনায় আটক ব্যক্তির নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ এবং প্রাথমিক তদন্তে তাকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

   

দীক্ষিত গেদাম বলেন, “প্রাথমিক তদন্তে আমরা মনে করছি ওই ব্যক্তি বাংলাদেশ থেকে মাসকয়েক আগেই ভারতে ঢুকেছে। তারপর থেকে সে মুম্বাই ও তার আশেপাশে বিভিন্ন শহরেই ছোটখাটো নানা কাজ করছিল। তার কাছে ভারতীয় কোনও প্রমাণপত্র মেলেনি। আমরা অন্যান্য অভিযোগের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টেও মামলা রুজু করেছি”।

মুম্বাই পুলিশ সুত্রে আরও বলা হয়েছে, শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সম্ভবত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের কাছে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে সে পাঁচ-ছয়মাস আগে ভারতে অনুপ্রবেশ করে।

গত বৃহস্পতিবার ভোররাতের কিছু আগে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সইফ আলি খানের বহুতল সোসাইটির অ্যাপার্টমেন্টে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঢুকে পড়ে হামলা চালালে অভিনেতা বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সেদিনই গুরুতর আহত সাইফ আলি খানের অস্ত্রোপচার হয়।তিনি এখন বিপদমুক্ত ও ধীরে ধীরে সেরে উঠছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।