এজিএমের অশান্ত পরিস্থিতি নিয়ে কী বললেন বাগানের সচিব?

পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১৮ জানুয়ারি এজিএমের দিনক্ষণ স্থির করেছিল মোহনবাগান (Mohan Bagan) সুপার জায়ান্ট। যারফলে সকাল থেকেই সরগরম ছিল ময়দানের এই তাঁবু। কিন্তু পরবর্তীতে…

Secretary Debashis Dutta

পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১৮ জানুয়ারি এজিএমের দিনক্ষণ স্থির করেছিল মোহনবাগান (Mohan Bagan) সুপার জায়ান্ট। যারফলে সকাল থেকেই সরগরম ছিল ময়দানের এই তাঁবু। কিন্তু পরবর্তীতে এই বার্ষিক সভা এগোনোর সাথে সাথেই ধুন্ধুমার পরিস্থিতি দেখা দেয় মোহনবাগান শিবিরে। হিসাব অনুযায়ী দেখলে এই নতুন বছরের মার্চ মাসেই শেষ হয়ে যাবে এক্সিকিউটিভ কমিটির মেয়াদ। স্বাভাবিকভাবেই উঠে আসে নির্বাচনের প্রসঙ্গ। এই নিয়ে পরবর্তীতে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় মোহনবাগানের সদস্য সমর্থকদের মধ্যে। যদিও সেকথা পুরোপুরি অস্বীকার করে দেন মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্ত।

   

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের অনেক রকম বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ফুটবল স্কুল খোলার ও দাবি‌ এসেছে। শনি ও রবিবার করে এই স্কুল খোলা হোক। এরক অনেক দাবি এসেছে। এগুলো কে বক্তব্য বলা চলে। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে কিছু কিছু মেম্বার বলেছে। তবে আমাদের কমিটির সবাই একমত যে সঠিক সময় সঠিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি হবে। ফেব্রুয়ারি আসে আমরা আবার কমিটির মিটিং ডাকব। সেরকম হলে আইনজ্ঞদের পরামর্শ নেব।”

পাশাপাশি অশান্তির পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমাদের স্পোর্টস ক্লাব। স্বাভাবিকভাবেই উত্তেজনা থাকবেই। আমরা ফুটবলের সমর্থক। নব্বই মিনিট আমাদের লড়াইয়ের উপর পুরোটা থাকে‌। সুতরাং উত্তেজনা থাকবেই।  আমরা হকি খেলি। অ্যাথলেটিক্স খেলি। তাছাড়া গত চার বছর ধরে আমরা জিততে জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি। স্বাভাবিকভাবেই উত্তেজনা থাকবেই। তাই এটা কিছু সময়ের জন্য হয়েছিল। তবে মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু।” পাশাপাশি অতীতের পরিস্থিতি ও তুলে ধরেন দেবাশিস দত্ত।

তাঁর মতে, এজিএমকে কেন্দ্র করে অতীতে বহু ঘটনা রয়েছে। সেই অনুপাতে এদিন তেমন কিছুই হয়নি। বরং আগের তুলনায় ক্লাব এখন নিজস্ব ধারায় এগোচ্ছে। সঠিক সময় নির্বাচন হওয়ার পাশাপাশি কমিটি গঠন হয়ে থাকে। সেজন্য, এদিনের অশান্তির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিলেন না বাগান সচিব।