গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের, অনুশীলনে গরহাজির চার ফুটবলার

বছরের প্রথম থেকেই একের পর এক ম্যাচে ধাক্কা খাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত ৬ জানুয়ারি নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে…

East Bengal FC coach Oscar Bruzon to Footballer

বছরের প্রথম থেকেই একের পর এক ম্যাচে ধাক্কা খাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত ৬ জানুয়ারি নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছে অস্কার ব্রুজনের ছেলেদের। সেই হতাশা কাটিয়ে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেনের করা গোলে সহজেই জয় ছিনিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে ও জয়ের ধারা বজায় রাখল কলকাতা ময়দানের এই প্রধান।

অপরদিকে হায়দরাবাদ এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফলের ম্যাচ শেষ করার পর টানা দুইটি ম্যাচে পরাজিত হওয়ায় অনেকটাই ব্যাকফুটে ইস্টবেঙ্গল। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। আগামী ১৯ শে জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার বিপক্ষে খেলতে নামবে ক্লেটন সিলভারা। আসন্ন এই ফুটবল ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল দল। সেইমতো অনুশীলন শুরু করেছে সৌভিক চক্রবর্তীরা। তবে এদিন অনুশীলনে আসলেও দলের সঙ্গে পুরোদমে গা ঘামালেন না লাল-হলুদের চার ফুটবলার।

   

যাদের মধ্যে রয়েছেন আনোয়ার আলি থেকে শুরু করে হিজাজি মাহের, হেক্টর ইউস্তে এবং সাউল ক্রেসপো। উল্লেখ্য, গত মুম্বাই ম্যাচ খেলতে গিয়েই চোটের কবলে পড়তে হয় জাতীয় দলের ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিকে। তারপর থেকেই ডার্বি ম্যাচ খেলা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত হাইভোল্টেজ ম্যাচে তাঁকে মাঠে পায়নি ইস্টবেঙ্গল। আনোয়ারের অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। তারপর কেটে গিয়েছে আরও তিনটে দিন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে গোয়া ম্যাচ খেলা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

অন্যদিকে, গত বছরের শেষের দিকেই চোট সারাতে দেশে ফিরে গিয়েছিলেন সাউল ক্রেসপো। জানুয়ারির প্রথম দিকে শহরে এসে গেলেও তিনি এখনও ম্যাচফিট হয়ে উঠতে পারেননি। তবে কোচের বক্তব্য অনুযায়ী সব ঠিকঠাক থাকলে গোয়া ম্যাচেই ফিরতে দেখা যেতে পারে ক্রেসপোকে। পাশাপাশি হিজাজী মাহের এবং হেক্টর ইউস্তে এদিন অনুশীলনে আসলেও টিম হার্ডেলের পর খুব একটা সক্রিয় থাকেননি। যা নিঃসন্দেহে চিন্তায় রাখছে সকলকে।