সংক্রান্তিতে উধাও উত্তরে হাওয়া, শীত থমকাছে পশ্চিমী ঝঞ্ঝায়

Kolkata Weather: আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া পরিবর্তন হবে। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়বে। আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের…

bustling street in Kolkata during a hot day, with Bengali women dressed in elegant office attire

Kolkata Weather: আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া পরিবর্তন হবে। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়বে। আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে হালকা কুয়াশা সৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা তৈরি হতে পারে। আগামী দুদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

   

আগামী ৭২ ঘণ্টায় দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে তিন ডিগ্রি সেলসিয়াস এবং দীঘার সর্বনিম্ন তাপমাত্রায় থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়ায়ের কাছাকাছি। দীঘায় কোনরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমগ্র তাপমাত্রাই আগামী দিনে বৃদ্ধি পাবে।

কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে এই চার জেলায়। বাকি জেলাতে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামবে।

প্রসঙ্গত, গতকাল রবিবার, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল দুই ডিগ্রি, ১২ থেকে বেড়ে হয় ১৪। আগামী দু’দিনে তাপমাত্রা আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যে কারণে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

গত ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার ১২ জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রথম ১০ সর্বনিম্ন তাপমাত্রাভুক্ত স্থান গুলি ছিল দার্জিলিং : ২.২, পুরুলিয়া : ৭.১, শুশুনিয়া : ৮, ঝাড়গ্রাম : ৯, দুর্গাপুর : ৯.২, কালিম্পং : ৯.৩, কল্যাণী : ৯.৫, বর্ধমান : ৯.৮, আলিপুরদুয়ার : ১০, জগৎবল্লভপুর : ১০ ডিগ্রি সেলসিয়াস।