ইউক্রেনে রাশিয়ার (Russia Ukraine War) ‘পরিকল্পিত হামলা’ মেনে নিতে পারছে না ক্রীড়া মহল। ক্ষুব্ধ সে দেশের ক্রীড়াবিদরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু দন্ড কামনা করেছেন ইউক্রেন ফুটবলের জাতীয় দলের অধিনায়ক ওলেক্সান্দার জিনচেঙ্কো।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গিয়েছে, জিনচেঙ্কো পুতিনের মৃত্যু কামনা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে পুতিনের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘শয়তান, তিলে তিলে মরবি তুই’। যদিও এই স্টোরি কিছুক্ষণ পর আর দেখা যায়নি। জিনচেঙ্কোর দাবি, ইনস্টাগ্রামের তরফে মুছে দেওয়া হয়েছে তাঁর সেই পোস্ট।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র পক্ষ থেকে জানানো হয়েছিল, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ নাগরিক নিহত হয়েছেন। তথ্যের প্রাপক হিসেবে লেখা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচের নাম।
আরেস্টোভিচ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘৪০ জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। প্রায় ১০ জন বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টিও আমাদের নজরে পড়েছে।’
ইউক্রেনের ক্রীড়াবিদ ছাড়াও অন্যান্য দেশের খেলোয়াড়রাও চাইছেন যুদ্ধ থামুক। ইউরোপ লিগের মতো হাইপ্রোফাইল মঞ্চে দেওয়া হয়েছে যুদ্ধ থামানোর বার্তা। বার্সেলোনার পক্ষ থেকে যুদ্ধ বিরোধী আবেদন করা হয়েছে।