চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী, ফেব্রুয়ারিতেই বৈঠক

কলকাতা: চিকিৎসকদের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর-কাণ্ড এবং তার পরবর্তী আন্দোলনের মাঝে জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী।…

mamata likely to attend doctors program

কলকাতা: চিকিৎসকদের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর-কাণ্ড এবং তার পরবর্তী আন্দোলনের মাঝে জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। ডাক্তাররা তাঁদের দাবিদাওয়া নিয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘উত্তীর্ণ’ সভাগৃহে অডিটোরিয়ামে মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতালের পাশাপশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে ফের বৈঠক করবেন তিনি। উপস্থিত থাকবেন চিকিৎসক পড়ুয়ারাও। (mamata likely to attend doctors program)

গ্রিভান্স রিড্রেসাল কমিটি mamata likely to attend doctors program

আরজি কর-কাণ্ডের পরই তৈরি করা হয় গ্রিভান্স রিড্রেসাল কমিটি। বলা হয়েছিল, এই কমিটির কাছে  চিকিৎসকেরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন৷ ওই কমিটির তরফেই আগামী ২৪ ফেব্রুয়ারি চিকিৎসকদের ওই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ হওয়ার কথা রয়েছে আলিপুরের ‘উত্তীর্ণ’ সভাগৃহে। ওই সমাবেশেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি  বক্তৃতাও রাখবেন। কমিটির পক্ষ থেকে এ কথা জানান চিকিৎসক সৌরভ দত্ত। 

   

 ‘সেবাশ্রয়’ কর্মসূচি mamata likely to attend doctors program

গত ২ জানুয়ারি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচি চালু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে। যেখানে ১২০০ চিকিৎসক, ৫০০ ডায়াগনস্টিশিয়ান, ১৫০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন৷ অভিষেকের কথায় এই কর্মসূচি ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’ হিসাবেই উল্লেখ করা হয়েছে৷