লস অ্যাঞ্জেলস: প্রকৃতির রুদ্র রূপে ধ্বংসের মুখে মানব সভ্যতা৷ দাবানলের গ্রাসে জ্বলেপুড়ে খাক লস অ্যাঞ্জেলস! হু হু করে আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। পুড়ে ছাই হাজার হাজার বাড়ি। ঘর ছাড়া হাজার হাজার মানুষ৷ এখনও পর্যন্ত পঁচ জনের মৃত্যুর খবর মিলেছে৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে সরিয়ে আনা হয়েছে। এদিকে, দাবানলের লেলিহান শিখা হলিউড হিলস পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখানেই রয়েছে পৃথিবীর একাধিক বড় বড় প্রোডাকশন হাউজের স্টুডিও৷ (Wildfire sweeps through Hollywood Hills)
আকাশ পথে জল Wildfire sweeps through Hollywood Hills
আগুন নিয়ন্ত্রণে আনতে আকাশ পথে বিমান ও হেলিকপ্টারের সাহায্যে সমুদ্রের জল ঢালা হচ্ছে৷ আগুন নেভাতে ফিরিয়ে আনা হয়েছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদের৷ আগুনের শিখার আহত হয়েছেন বেশ কিছু দমকলকর্মী ও উদ্ধারকর্মী৷ এর আগে এত ভয়াবহ আগুন দেখেনি লস অ্যাঞ্জেলস৷
হলিউড হিলসে ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল পিকচারস, প্যারামাউন্ট পিকচারস, ওয়ার্ল্ড ডিজনি পিকচারসের একাধিক সিনেমার শুটিং চলছিল৷ সেই সব বন্ধ হয়ে গিয়েছে৷ এই পাহাড়ে রয়েছে নামজাদা হলিউড তারকাদের জেরা৷ তাঁদের প্রাসাদোপম বাড়িগুলি এখন আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে৷ প্রায় গোটা পাহাড় আগুনে গ্রাসে চলে এসেছে। লস এঞ্জেলস এর প্যাসিফিক পেলিসেডসে সমানে হেলিকপ্টার দিয়ে জল ঢালার কাজ চলছে৷ সবার আগে এই প্যাসিফিক পেলিসেডসের জঙ্গলেই আগুন লাগে৷ যা ক্রমেই ছড়িয়ে পড়ে হার্স্টের জঙ্গলে৷ পাহাড়ের অভিযাত এলাগুলির খুব কাছে পৌঁছে গিয়েছে আগুনের শিখা।
ইমার্জেন্সি ঘোষণা Wildfire sweeps through Hollywood Hills
লস এঞ্জেলসের পরিস্থিতি বিবেচনা করে এখানে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। ঘন্টায় ৭০ মাইল বেগে চলতে থাকা হাওয়া আগুনকে আরও ভয়ঙ্কর করে তুলেছে৷ গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন৷ হলিউড হিলস ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন বলি তারকারা৷ আমেরিকার ফিল্মি দুনিয়ার প্রতীক হিসাবে চিহ্নিত হলিউড হিলসের ৬০ একরের উপর অবস্থিত সানসেট এলাকাও এখন আগুনের গ্রাসে৷ এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা৷
World: California wildfire ravages Los Angeles and Hollywood Hills, destroying thousands of homes and displacing residents. Firefighters battle blazes, with evacuations underway. Iconic studios at risk as flames reach Hollywood Hills. Death toll rises