মহাকাশের দায়িত্ব এবার ভি নারায়ণনের হাতে! নয়া ইসরো প্রধানের সঙ্গে রয়েছে বঙ্গ-যোগ

নয়াদিল্লি: তাঁর নেতৃত্বে একের পর এক সাফল্যর শিখর ছুঁয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারতীয় বিজ্ঞানীরা৷ সূর্যের দোড়াগোড়ায় আদিত্য এল-১৷…

V Narayanan new ISRO chairman

short-samachar

নয়াদিল্লি: তাঁর নেতৃত্বে একের পর এক সাফল্যর শিখর ছুঁয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারতীয় বিজ্ঞানীরা৷ সূর্যের দোড়াগোড়ায় আদিত্য এল-১৷ তবে এবার তাঁর বিদায় নেওয়ার পালা৷ ফুরাচ্ছে মেয়াদ৷ সব কিছু ঠিক থাকলে এস সোমনাথের জায়গায় ইসরোর নয়া চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ভি নারায়ণন৷ পাশাপাশি ভারত সরকারের মহাকাশ বিভাগের সচিব পদেও দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি৷ ওই দিনই মেয়াদ শেষ হচ্ছে এস সোমনাথের৷ (V Narayanan new ISRO chairman)

   

বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের V Narayanan new ISRO chairman

গত মঙ্গলবার এই মর্মে কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে নয়া ইসরো প্রধান হিসেবে ভি নারায়ণন-এর নাম ঘোষণা করে কেন্দ্র। মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ২ বছরের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি। ১৯৮৪ সালে ইসরোতে যোগ দিয়েছিলেন নারায়ণন৷ বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সাউন্ডিং রকেট এবং অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর প্রোপালশন নিয়েও কাজ করেছেন তিনি। 

একাধিক দায়িত্ব পালন V Narayanan new ISRO chairman

সূত্রের খবর, এতদিন লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন ভি নারায়ণন। রকেট ও মহাকাশযান উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের প্রপালশনের জন্য প্রয়োজনীয় ক্রাইজেনিক ইঞ্জিন তৈরিতে বিশেষ ভূমিকা রয়েছে তাঁর। তবে এবার আরও গুরু দায়িত্ব পালনের পালা৷ এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত৷ নারায়ণন বলেন, “আমাদের সামনে স্পষ্ট রোডম্যাপ রয়েছে। সুদক্ষ ও প্রতিভাবান কর্মীদের সাহায্যে আমরা ইসরোকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারব। আমি আশাবাদী৷”

তামিলনাড়ুতে বেড়ে ওঠা হবু ইসরোর প্রধানের সঙ্গে রয়েছে বাংলার গভীর যোগ৷ ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে খড়্গপুরের আইআইটি থেকে এম.টেক করেন তিনি। পিএইচডি করেছেন অ্যারোস্পেসে। এম.টেকে প্রথম হয়ে পদকও জিতেছিলেন তিনি৷ 

Bharat: ISRO set for leadership change as V Narayanan takes over from S Somanath as chairman on January 14. With a legacy of milestones under Somanath, Narayanan aims to lead ISRO to new heights. Find out more about this transition and its significance.