মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে, এইমসগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত চালক, জখম ৪

ঘন কুয়াশায় মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সোমবার সকালে একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত্যু হয় চালকের। মৃত চালকের নাম ঈশ্বরচন্দ্র সর্দার, বয়স ৪০ এবং…

Ambulance accident resulting in the death of the driver

ঘন কুয়াশায় মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সোমবার সকালে একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত্যু হয় চালকের। মৃত চালকের নাম ঈশ্বরচন্দ্র সর্দার, বয়স ৪০ এবং তিনি বাঁকুড়ার বাসিন্দা। ওই অ্যাম্বুল্যান্সের বাকি চারজন রোগীকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে।

রহস্যমৃত্যু বেঙ্গালুরুতে, মৃত পরিবারের চার সদস্য

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দাঁতন থানা এলাকার বামনপুর এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে। অ্যাম্বুল্যান্সটি চন্দ্রকোনার তাতরা থেকে ভুবনেশ্বর এইমস হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িতে ছিল অ্যাম্বুল্যান্সের চালক সহ ৪ রুগী।

ক্ষতবিক্ষত দেহ! ছত্তীশগড়ে সাংবাদিক খুনে ‘মূল অভিযুক্ত’কে হায়দরাবাদ থেকে ধরল পুলিশ

সোমবার সকালে বেলদা থেকে ওড়িশা যাওয়ার রাস্তা ধরে এগোচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। এই সময় ঘটে দুর্ঘটনা। কুয়াশায় দৃষ্টিমান্যতা কম থাকায় ঘটেছে এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।

প্রতিবেশীদের দোষারোপ পাকিস্তানের স্বভাব, এয়ারস্ট্রাইক ইস্যুতে আফগানিস্তানকে সমর্থন ভারতের

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাঁতন থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চালকের দেহ। আহত চারজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশই। পরে ওই চার জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।