দেশের এই তরুণ ডিফেন্ডারকে দলে টানছে হায়দরাবাদ এফসি

শেষ মরসুমের মতো এবারও খুব একটা ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল নিজামের শহরের এই ফুটবল…

Hyderabad FC Signs Promising Young Defender Mohammed Kaif

short-samachar

শেষ মরসুমের মতো এবারও খুব একটা ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। সেজন্য তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করায় আইএসএলের এই দল। অধিনায়ক নির্বাচিত করা হয় দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় পায়নি হায়দরাবাদ। যার প্রভাব পড়েছে ফেলতে দলের পারফরম্যান্সে। তবুও মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় আসলেও তা ধরে রাখতে পারেনি‌ আইএসএলের এই ফুটবল ক্লাব।

   

তবে গত হোম ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি দল। যারফলে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়েই মাঠ ছাড়তে হয় নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে। কিন্তু জয় না আসলেও এডমিলসন কোরিয়ার পারফরম্যান্স মন জয় করে নিয়েছিল সকল ফুটবলপ্রেমীদের। বলাবাহুল্য, তাঁর গোলেই এগিয়ে ছিল হায়দরাবাদ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই তাঁর বিশ্বমানের দুইটি গোল তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। এমনকি গত বছরের শেষ ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ঈমানী ইস্টবেঙ্গলের বিপক্ষেও ভালো পারফরম্যান্স করেছিলেন এই তারকা।

গোল না পেলেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি। বর্তমানে নতুন কোচের হাত ধরেই আইএসএলের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে এই ফুটবল ক্লাব। সেইমতো গত কয়েকদিন ধরে একাধিক হাইপ্রোফাইল কোচের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। তবে শুধুমাত্র কোচ নয়। এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে তলের মধ্যেও বেশ কিছু বদল আনতে চাইছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে বহুদিন ধরেই তাঁদের নজর ছিল মোহম্মদ কাইফের দিকে। একটা সময় থানের যুবদল থেকে উত্থান ঘটেছিল এই তারকা ফুটবলারের। পরবর্তীতে যোগ দেন মুম্বাই সিটি এফসিতে। বছর কয়েক আগে পর্যন্ত আইএসএলের এই ক্লাবের সঙ্গেই যুক্ত ছিলেন কাইফ।

বিশেষ সূত্র মারফত খবর, আগামী একটি মরসুমের জন‌্য এবার তাঁকে দলে টেনেছে হায়দরাবাদ এফসি‌। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে অ্যালেক্স সাজি এবং স্টেফান সাপিচদের পাশাপাশি দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে এই তরুণ ফুটবলারকে।