অনবদ্য ডিফেন্স মহামেডানের, আটকে গেল নর্থইস্ট

নতুন বছরের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শুক্রবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ময়দানের…

Mohammedan SC Northeast United

নতুন বছরের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শুক্রবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ময়দানের এই প্রধান। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হল এই ফুটবল ম্যাচ। দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। বলাবাহুল্য, গত মাসের শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসি‌কে আট কে দিয়েছিল মহামেডান। এবার ও বজায় থাকল সেই একই ধারা।‌ যারফলে ১৪ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহে থাকল ৭ পয়েন্ট।

কিন্তু গত ম্যাচের তুলনায় এই ম্যাচের জন্য প্রথম একাদশ সাজাতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছিলেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। কার্ড সমস্যার পাশাপাশি চোট আঘাতের সমস্যা দরুন খেলতে পারেননি বেশ কয়েকজন ফুটবলার। এই পরিস্থিতিতে বিকল্প ফুটবলারদের উপর ভরসা করা ছাড়া আর কোনও উপায় ছিল না আইলিগ জয়ী এই বিদেশি কোচের। তবে নিরাশ করেননি দলের কোনও ফুটবলার। ম্যাচ জুড়ে গোল তুলে আনা সম্ভব না হলেও খেলোয়াড়দের হারা না মানার লড়াই মন জয় করে নিয়েছে সকলের। এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল আলাদিন আজারেইদের।

   

তবে সাদা-কালো রক্ষণ ভেদ করে গোলের মুখ খুলতে গিয়ে কালঘাম ছুঁটেছে প্রত্যেকবার। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধিনায়ক সামাদ আলি মল্লিক থেকে শুরু করে জো জোহেরলিয়ানার মতো ফুটবলাররা। বলতে গেলে এই তারকার উপস্থিতি এদিন কার্যত ভোঁতা করে দেয় পেদ্রো বেনালির আক্রমণভাগ। যারফলে গোলশূন্য ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ থেকেই আরও চাপ বাড়াতে শুরু করে এবারের ডুরান্ড কাপ জয়ীরা। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠে আসতে ভোলেনি‌ ব্ল্যাক প্যান্থার্সরা।

মহম্মদ আলি বেমামার থেকে শুরু করে মায়াকান্নানের মতো ফুটবলারদের দৌলতে পরিস্থিতি সামাল দিয়েছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। কিন্তু তারপরেও হাল ছাড়েনি মহামেডান। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে সেটপিস থেকে গোল করা সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। পোস্টে লেগে বেরিয়ে যায় সেই বল। তারপর পাল্টা আক্রমণ শুরু লুইস নিক্সনদের। নির্ধারিত ৯০ মিনিটের পর ও বদল হয়নি ফলাফল। তারপর অতিরিক্ত ৮ মিনিট সময় যুক্ত করা হয় ম্যাচ রেফারির তরফে। শেষ মুহূর্তে গোলের মুখ খুলতে মরিয়া হয়ে ওঠে দুই দল। এক্ষেত্রে গোলের সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন গুইলারমো ফার্নান্দেজ। কিন্তু সেটি কাজে লাগানো সম্ভব হয়নি। যারফলে এবার ঘরের মাঠেই আটকে গেল নর্থইস্ট ইউনাইটেড।