বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ

বৃহস্পতিবার বড়সড় ডাকাতির ছক বানচাল করল লেকটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন দমদম পার্ক এলাকা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই লেকটাউন থানার পুলিশ ৩ জনকে…

বৃহস্পতিবার বড়সড় ডাকাতির ছক বানচাল করল লেকটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন দমদম পার্ক এলাকা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

ইতিমধ্যেই লেকটাউন থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, তারা দমদম পার্ক এলাকায় একটি বাড়িতে ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল সেই সময় লেকটাউন থানার পুলিশ তাদেরকে ধরে ফেলে।

   

আরো বেশ কয়েকজনের খোঁজে ইতিমধ্যেই পুলিশ খোঁজ চালাচ্ছে। এদিন ইব্রাহিম আলী, মোহাম্মদ ইরশাদ এবং তপন দাসকে লেকটাউন থানার পুলিশ বিধাননগর আদালতে পেশ করবে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।