কলকাতা: নতুন বছরে একেবারে জাঁকিয়ে বসেছে শীত। উত্তরবঙ্গ তো বটেই জোরালো থাবা বসিয়েছে দক্ষিণবঙ্গেও। বছরের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে কনকনে হাওয়ার দাপট৷ সোয়েটার কম্বল জড়িয়ে জবুথবু বাঙালি। (extreme winter in west bengal)
কতদিন শীত? extreme winter in west bengal
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত ধুন্ধুমার ব্যাটিং চলবে শীতের৷ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। তবে রবিবার থেকে ফের হাওয়া বদল ঘটবে৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ব্যাকফুটে চলে যাবে শীত৷ ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ আপাতত আগামী ৩ দিন কনকনে শীতের আমেজ উপভোগ করবেন শীত প্রেমীরা৷ তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে৷ আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে৷
উত্তরে তুষারপাত extreme winter in west bengal
আজ কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা থাবে ২২ ডিগ্রি সেলসিয়ালের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৬ শতাংশ। ৮ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷
এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় জাঁকিয়ে শীত পড়েছে। ৭ জানুয়ারি হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ যার প্রভাব পড়বে দার্জিলিং ও সংকলগ্ন পার্বত্য এলাকায়৷ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে৷
এদিকে, জাঁকিয়ে শত পড়েছে রাজধানী দিল্লিতে। উত্তর-পূর্ব ভারতের হিমাচলপ্রদেশ, সিকিম, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন। বিহারে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে৷ শীতে জমে উঠেছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, এবং ত্রিপুরায়৷
West Bengal: Experience the chills this winter in West Bengal as temperatures drop significantly. North and South Bengal brace for a cold wave with potential snowfall in Darjeeling and Kalimpong. Stay updated with the latest weather forecasts and prepare for the icy embrace.