মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে আশানুরূপ ফল পায়নি কেরালা ব্লাস্টার্স (Keral Blasters)। পরাজিত হতে হয়েছিল আইএসএলের (ISL) প্রথম ম্যাচ। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়ালেও সেটা বেশিদিন বজায় থাকেনি। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে নাস্তানাবুদ হতে হয় দক্ষিণের এই ফুটবল দলকে। যারফলে তলানিতে চলে আসে কেরালা ব্লাস্টার্স। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। চলতি মরসুমের শুরুতে একের পর এক তারকাদের যুক্ত করা হলেও এখনও ভালো পারফরম্যান্স মেলেনি। বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে এই ফুটবল ক্লাব (Football Club)।
হায়দরাবাদ ম্যাচে বিশেষ চমক বাগান শিবিরের
আটকে যেতে হয়েছে শেষ চারটি ম্যাচে। এফসি গোয়া থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) সহ জামশেদপুর এফসি (Jamshedpur FC), তাঁদের সাথে লড়াই করলেও রক্ষা হয়নি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের জেরে কয়েক সপ্তাহ আগেই কোচ বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে কেরালা। ছাঁটাই করা হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরে সহ তাঁর গোটা সাপোর্টিং টিমকে। বর্তমানে নতুন কোচের খোঁজে কেরালা দল। তবে শুধুমাত্র কোচ নয়। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Transfer Window) কাজে লাগিয়ে দলের মধ্যে ও বেশকিছু বদল আনতে মরিয়া কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট।
অবসর নিচ্ছেন ড্যারিল ডাফি, কী বললেন বাগানের এই প্রাক্তনী?
সেক্ষেত্রে দলের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে ও একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের। বিশেষ সূত্র মারফত খবর, দলের ডিফেন্স লাইনকে আরও মজবুত করতে দলের এক পুরনো ফুটবলারকে ফিরিয়ে আনতে পারে কেরালা। সেক্ষেত্রে গত কয়েকদিন ধরেই উঠে আসতে শুরু করেছিল ক্রোয়েশিয়ার এক তারকা ফুটবলারের নাম। কিন্তু শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়। ডিফেন্ড লাইনকে আরও মজবুত করতে এবার নাকি ভারতীয় ফুটবলারদের দিকে ও নজর রয়েছে আদ্রিয়ান লুনাদের দলের। এসবের মাঝেই এবার বিভিন্ন মাধ্যমের তরফে উঠে আসতে শুরু করেছে নরেন্দ্র গাহলটের নাম।
শীর্ষ স্থান বজায় রাখাই লক্ষ্য বাগানের, ম্যাচ জিততে মরিয়া হায়দরাবাদ
বর্তমানে সার্জিও লোবেরার (Sergio Lobera) ওডিশা এফসির (Odisha FC) সঙ্গে যুক্ত রয়েছেন জাতীয় দলের এই সেন্টার ব্যাক। জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন মাত্র একটি ম্যাচ। গতবার অভূতপূর্ব পারফরম্যান্স থাকলেও এবার খুব একটা সুযোগ পাচ্ছেন না এই তারকা। সেই সমস্ত দিক খতিয়ে দেখেই নাকি তাঁকে দলে টানতে চাইছে কেরালা ব্লাস্টার্স। কিন্তু আদৌও তাঁকে লোন ডিলে ওডিশা এফসি অন্যত্র ছাড়বে কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি।