ক্লিনশিট রেখেই হায়দরাবাদ বধের লক্ষ্য বাগানের, কী বললেন অলড্রেড?

পাঞ্জাব এফসিকে পরাজিত করেই বছর শেষ করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একটা সময় এই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা…

Tom Aldred

পাঞ্জাব এফসিকে পরাজিত করেই বছর শেষ করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একটা সময় এই ম্যাচে পিছিয়ে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের। আলবার্তো রদ্রিগেজ এবং জেমি ম্যাকলারেনের অনবদ্য ফুটবলে সহজেই জয় সুনিশ্চিত করেছিল সবুজ-মেরুন। নতুন বছরে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য মোহনবাগানের। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার নিজেদের পরবর্তী হোম ম্যাচ খেলবে গতবারের লিগ শিল্ড জয়ীরা। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে হবে দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে।

গত ম্যাচের মত এই ম্যাচে ও জয় পেতে মরিয়া বাগান কোচ জোসে মোলিনা‌। সেইমতো গত কয়েকদিন ধরে ফুটবলারদের অনুশীলন করিয়েছেন তিনি। পাশাপাশি চোট সমস্যা কাটিয়ে উঠছেন দলের একাধিক ফুটবলার। আগামীকালের ম্যাচে তাঁদের মাঠে নামানোর পরিকল্পনা থাকবে এই স্প্যানিশ কোচের। তাঁদের উপস্থিতিতে আরো শক্তিশালী হয়ে উঠবে দলের আক্রমণভাগ। তবে শুধুমাত্র গোল করা নয়। গোল দুর্গ অক্ষত রেখে ম্যাচ জেতাই এখন প্রধান লক্ষ্য বাগান ফুটবলারদের। আগের ম্যাচে জয় আসলেও গোল হজম করতে হয়েছিল মেরিনার্সদের।

   

East Bengal Tom Aldred

সেই নিয়ে এবার যথেষ্ট সাবধানী টম অলড্রেড। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গোল অক্ষত রাখাই প্রতি ম্যাচে আমাদের টার্গেট থাকে। কিন্তু গত কয়েক ম্যাচে সেটা হয়নি। আমাদের আবার ক্লিনশিট বজায় রাখতে হবে। ডিফেন্ডারদের প্রধান কাজ হল গোল না খাওয়া। গোল পাওয়ার দিকে তো ফোকাস করতেই হবে। তবে গোল না খাওয়ার দিকে ও নজর রাখা প্রয়োজন। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ আমরা সেটা করতে সক্ষম থেকেছে। আমাদের সেই সংখ্যা আরও বাড়াতে হবে। এক্ষেত্রে ডিফেন্ডকে আরও শক্তিশালী করতে হবে। আগামীকাল সেটা করাই আমাদের প্রধান লক্ষ্য”।

পাশাপাশি সতীর্থ ফুটবলার আলবার্তো রদ্রিগেজের প্রসঙ্গে অলড্রেড বলেন, ” আলবার্তো অনেক গুলো গুরুত্বপূর্ণ গোল করেছে‌। এটা খুবই ভালো বিষয়। সেটপিস থেকে আমরা সবাই গোল তুলে নেওয়ার চেষ্টা করি। গোল করাটা ডিফেন্ডারদের কাছে বোনাসের মতো। আলবার্তোর সঙ্গে দারুন বোঝাপড়া তৈরি হয়েছে। আমাদের দুজনের কাছেই গোল করার চেয়ে গোল অক্ষত রাখা বেশি গুরুত্বপূর্ণ”।