কূটনৈতিক সংঘাতে শীতল ছোঁয়া লাগছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঢাকার ভারতীয় হাইকমিশনে গেলেন। তিনি সেখানে প্রয়াত মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান। মনমোহন সিং ভারতের ইউপিএ জোট সরকারের আমলে প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বের অন্যতম অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবে মনমোহন সিং চর্চিত। সোমবার (৩১ ডিসেম্বর) তাঁর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। (Yunus Tribute Manmohan Singh)
কূটনৈতিক সংঘাত yunus tribute manmohan singh
গত ৫ আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রিত। এরপর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ও হামলার অভিযোগে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সংঘাত চলছে। ভারতে আগরতলায় থাকা বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলা হয়। আরও বাড়ে কূটনৈতিক সংঘাত। এই পরিস্থিতি সামাল দিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ।
প্রয়াত মনমোহন সিং yunus tribute manmohan singh
কূটনৈতিক সংঘাত আবহের মাঝে গত ২৬ ডিসেম্বর প্রয়াত হন মনমোহন সিং। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শোকজ্ঞাপন করতে সোমবার ঢাকার বারিধারায় অবস্থিত ভারতীয় দূতাবাসে যান মুহাম্মদ ইউনূস।
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা হাইকমিশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সাথে সংক্ষিপ্ত কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সাথে তার স্মৃতিচারণ করেন। পরে তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লেখেন।
বন্ধুত্বের কথা স্মরণ মুহাম্মদ ইউনূসের yunus tribute manmohan singh
প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করে মুহাম্মদ ইউনূস বলেছেন “তিনি কত সরল ছিলেন! কত জ্ঞানী ছিলেন! ভারতকে বিশ্বজনীন অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।”
উল্লেখ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের সুসম্পর্ক ছিল।
Bangladesh: Muhammad Yunus visits the Indian High Commission in Dhaka to pay tribute to the late Manmohan Singh. Diplomatic tensions between Bangladesh and India escalate following Sheikh Hasina’s ousting and subsequent minority persecution.