সুখবর! হায়দরাবাদ ম্যাচেই মাঠে ফিরতে চলেছেন স্টুয়ার্ট?

গোয়া ম্যাচের হতাশা ভুলে গত কয়েকদিন আগেই ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী পাঞ্জাব এফসিকে‌। যারফলে জয়ের সরণিতে…

Mumbai City FC ,confirms ,Greg Stewart

গোয়া ম্যাচের হতাশা ভুলে গত কয়েকদিন আগেই ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী পাঞ্জাব এফসিকে‌। যারফলে জয়ের সরণিতে ফিরেই বছর শেষ করেছে ময়দানের এই প্রধান। যা নিয়ে খুশি আপামর বাগান জনতা। যারফলে গতবারের মতো এবার ও লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে মোহনবাগান। অন্যান্য দল গুলির তুলনায় পয়েন্টের ক্ষেত্রে ও অনেকটা এগিয়ে এই দল। আগামী বছরের শুরুতেই নিজেদের ঘরের মাঠ অর্থাৎ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে।

Also Read |  আইপিএল ২০২৫ নাইটদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে এই চার বিদেশি!

   

কিন্তু খেলোয়াড়দের চোট সমস্যা যথেষ্ট ভোগাচ্ছে দলকে। গত পাঞ্জাব ম্যাচেই হালকা চোট পেতে হয়েছিল দলের তারকা মিডফিল্ডার আপুইয়াকে। পাশাপাশি চোট সমস্যা রয়েছে আশিক কুরুনিয়ান থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলারদের। যারফলে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দিকেই বাড়তি নজর রাখছেন বাগান কোচ জোসে মোলিনা‌। পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরেই চটের সমস্যায় ভুগতে হচ্ছিল স্কটল্যান্ডের তারকা ফুটবলার গ্ৰেগ স্টুয়ার্ট‌কে। তাঁর অনুপস্থিতি শেষ কয়েকটি ম্যাচে যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের মধ্যে।

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

Also Read | “সন্তোষ ট্রফির ফাইনাল…কিছুই নয়” কেরালার বিরুদ্ধে চমক? জানালেন কোচ সঞ্জয় সেন 

তবে গত রবিবার থেকেই বাগান অনুশীলনে কিছুটা চনমনে থাকতে দেখা গিয়েছিল এই দাপুটে ফরোয়ার্ডকে। বলতে গেলে বল পায়ে দলের অনুশীলনে ধরা দিয়েছিলেন এই তারকা। সিচুয়েশন প্র্যাকটিসে যোগ না দিলেও এদিন যথেষ্ট সাবলীল থেকেছেন গ্ৰেগ স্টুয়ার্ট। যা নিঃসন্দেহে চিন্তা কমিয়েছিল সকল সমর্থকদের। কিন্তু সদ্য ফিট হয়ে ওঠার ফলে আদৌও হায়দরাবাদ ম্যাচে তিনি মাঠে নামবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। অনেকেই মনে করেছিলেন যে আগামী ম্যাচে হয়তো তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারেন সবুজ-মেরুন হেডস্যার জোসে মোলিনা।

Also Read | শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দল সাজাতে কোন পরিকল্পনা মুম্বাইয়ের? 

কিন্তু এবার উঠে এল এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী হোম ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে পরিস্থিতি অনুযায়ী স্টুয়ার্টকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন বাগান কোচ। তবে প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা অনেকটাই কম। যতদূর খবর, ম্যাচের দ্বিতীয়ার্ধে এই দাপুটে ফরোয়ার্ডকে মাঠে আনতে পারেন মোলিনা।